Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ziaul Faruq Apurba: ওপারের ইনটেন্স রোম্যান্টিক হিরো জ়িয়াউল ফারুক অপূর্ব, এপারের ভিলেন হলেন…

Bengali Films: বাঙালি পরিচালক প্রতিম ডি গুপ্তর বাংলা ছবি 'চালচিত্র'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জ়িয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি শুটিং শেষ হয়েছে ছবির। তাঁকে এবং ছবির অভিনেতাদের পাওয়া গেল ভবানীপুরের একটি ক্যাফেতে।

Ziaul Faruq Apurba: ওপারের ইনটেন্স রোম্যান্টিক হিরো জ়িয়াউল ফারুক অপূর্ব, এপারের ভিলেন হলেন...
(বাঁ দিকে) জ়িয়াউল ফারুক অপূর্ব; টিম 'চালচিত্র'।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 9:08 PM

ফিরদাউসুল হাসান পরপর ৪টি ছবির প্রযোজনা করছেন, যে ৪টি ছবিতে কোনও না-কোনও বাংলাদেশি অভিনেতা থাকছেনই। মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, নওশাবা আহমেদ রয়েছেন বাকি তিনটি ছবিতে। চতুর্থ ছবি ‘চালচিত্র’তে তিনি কাস্ট করেছেন বাংলাদেশের অতিপরিচিত অভিনেতা জ়িয়াউল ফারুক অপূর্বকে। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে কলকাতায় উড়ে এসেছেন অপূর্ব। ছবির পরিচালকের নাম প্রতিম ডি গুপ্ত, যিনি শেষ পরিচালনা করেছিলেন হিন্দি ওয়েব সিরিজ় ‘টুথপরি’। ‘চালচিত্র’ ছবির শুটিং শেষ হয়েছে। তাই রিলিজ়ের আগে ঘরোয়া আড্ডা ছিল টিমের। সেই ঘরোয়া আড্ডার সাক্ষী থাকল TV9 বাংলা।

দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার এক ক্যাফেতে দল বেঁধে দেখা করতে এলেছিল ‘চালচিত্র’ ছবির গোটা কাস্ট। কাকতালীয়ভাবে সকলের পরনে ছিল সাদা পোশাক। পরিচালক এবং নায়িকা স্বস্তিকা দত্ত ছাড়া সকলেই সাদা পরেছিলেন এদিন। টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বোস, অনির্বাণ চক্রবর্তী এবং অপূর্বর পরনে ছিল সাদা।

‘চালচিত্র’ এক থ্রিলার ঘরানার ছবি। জানালেন পরিচালক। বেশকিছু পুলিশ চরিত্র আছে তাতে। যে চরিত্রগুলিতে অভিনয় করেছেন টোটা, শান্তনু, ইন্দ্রজিৎ, অনির্বাণ। সেই পুলিশ গ্যাংয়ের অংশ হিসেবে রয়েছেন জ়িয়াউল ফারুক অপূর্বও। TV9 বাংলাকে প্রতিম জানিয়েছেন, চিত্রনাট্যের ফ্ল্যাশব্যাকে আছে অপূর্বর চরিত্রটা। আছে তার পরেও। পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেছেন, “বাংলাদেশে অপূর্বর বেশ কিছু নাটক দেখেছিলাম। অভিনয় দেখে মনে হয়েছিল তিনি খুবই ইনটেন্স রোম্যান্টিক হিরো। ভাবলাম তাঁকে দিয়েই চরিত্রটা করাই। চরিত্রের একটা নেতিবাচক (পড়ুন নেগেটিভ) দিকও আছে।”