‘তুমি আমার পৃথিবী’; বিশেষ দিনে কার উদ্দেশ্যে এমন কথা বললেন শ্রাবন্তী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 14, 2021 | 11:15 AM

১৩ অগাস্ট ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ঠিক তাঁর পরের দিনই ছেলে ঝিনুকের জন্মদিন।

তুমি আমার পৃথিবী; বিশেষ দিনে কার উদ্দেশ্যে এমন কথা বললেন শ্রাবন্তী

Follow Us

অনেক অল্প বয়সে বিয়ে করেছিলেন, অনেক অল্প বয়সে মা হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছেলে ঝিনুকই (ভাল নাম অভিমন্যু চট্টোপাধ্যায়) তাঁর জীবনের অনেকখানি জুড়ে রয়েছে।

১৪ অগাস্ট ঝিনুকের জন্মদিন। তাই রাত বারোটা বাজতেই তাঁর সঙ্গে একটি মিষ্টি ছবি শ্রাবন্তী পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন আমার পৃথিবী। হ্যাশট্যাগ অভিমন্যু চ্যাটার্জি।” ছবি পোস্ট হতেই প্রায় ৬০ হাজার মানুষ সেটি লাইক করেছেন। কমেন্ট করেছেন নুসরত জাহান। অভিমন্যুকে জন্মদিনে উইশ করেছেন তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, “হ্যাপি বার্থ ডে ঝিনুক”।

সম্প্রতি শ্রাবন্তী ও শুভশ্রীর সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে নুসরতের। তিনি সন্তানসম্ভবা। এই বিশেষ সময় পাশে পেয়েছেন শ্রাবন্তী ও শুভশ্রীকে। শ্রাবন্তী প্রায়ই নুসরতের সঙ্গে দেখা করছেন। শুভশ্রী বলেছেন, মাঝরাতেও যদি কোনও দরকার হয় নুসরত যেন তাঁকে নির্দ্বিধায় ফোন করেন।

এদিকে শ্রাবন্তীকে নিয়েও জল্পনার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে তিনি থাকেন না আর। জোর গুঞ্জন তাঁদের ছাড়াছাড়ি হবে। এদিকে অভিনেত্রীর জীবনে নাকি অন্য প্রেম এসেছে। ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর নিজের জন্মদিন। ঘটনাচক্রে সেদিন আবার রোশনেরও জন্মদিন। শ্রাবন্তীর দিদি অন্তঃসত্ত্বা। প্রথম সন্তান জন্ম দেবেন তিনি। তাই পরিবারের সঙ্গেই প্রথম জন্মদিন কাটিয়েছেন। এদিকে ছেলের জন্মদিনে একটি নয় দুটি উপহার দেবেন ঠিক করেছেন। একটি তার জন্মদিনের জন্য, অন্যটি আইএসসি পরীক্ষায় পাশ করার জন্য।

আরও পড়ুন: মহালয়ার আগেই শুটিং শেষ করল রঞ্জনের ‘মহিষাসুরমর্দিনী’; আবেগে ভাসলেন পরিচালক

আরও পড়ুন: ‘মাসাবা মাসাবা সিজন টু’-এর শুটিংয়ের জন্য তৈরি; কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন পরিচালক

Next Article