Sreelekha Mitra: প্রেমিক না থাকার দুঃখে শ্রীলেখা, ‘বাবু’ বলে ডাকতে চান যাঁকে, বলতে চান ‘টাটা’
শ্রীলেখা মিত্র অভিনীত 'অভিযাত্রিক' ছবিটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে। দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।
সত্যি এমনটা হয়। সত্যিই এমনটা মনে হয়। মনে হয় কেউ যদি একজন থাকত, যাঁকে ‘যাচ্ছি’ বলে যাওয়া যেত আবার ফিরে আসব বলে। সত্যি এমনটা মনে হয়। আমাদের সকলেরই। কেউ জাহির করেন, কেউ করেন না। কেউ বলেই উঠতে পারেন না। আবার কেউ পারেন। যেমন ধরুন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুক্রবার কলকাতা ছাড়লেন শ্রীলেখা। যাওয়ার আগে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “ধুস, একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি… এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।”
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। বাবা-মায়ের আদরের কন্যা তিনি। তাঁদের নিয়েই জড়িয়েছিলেন আজীবন। বিয়ে করেছিলেন। আলাদা হয়েছেন। মেয়ে ঐশীকে নিয়ে তাঁর সবটা। কিছু কাছের বন্ধু-বান্ধবও আছে। যাঁরা সারাক্ষণ ঘিরে থাকেন অভিনেত্রীকে। আর আছে পোষ্যরা। এই পোষ্যপ্রেমই বাঁচিয়ে রেখেছে শ্রীলেখাকে।
কিন্তু তবুও কেউ একজন থাকলে নিজেরই ভাল লাগে। মনের আনন্দ বাড়ে। বিগলিত ভাব থাকে সারাক্ষণ। সেই না থাকাকেই এবার তুলে ধরলেন শ্রীলেখা। প্রতিবারের মতো এবারও সামাজিক মাধ্যমের অগুনতি ‘কাছের মানুষ’-এর সঙ্গে শেয়ার করলেন মনের কথা।
শ্রীলেখা মিত্র অভিনীত ‘অভিযাত্রিক’ ছবিটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে। দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। তারও আগে ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শ্রীলেখা। জুরিখ ঘুরে ভেনিসে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন। আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ দেখানো হয়েছিল সেখানে। এবার ফের বিদেশের মাটিতে শ্রীলেখার পা।
আরও পড়ুন: Vicky-Katrina Reception: সলমন খান, রণবীর কাপুর তো বটেই, ভিকি-ক্যাটরিনার রিসেপশনে আমন্ত্রিত আর কারা?