দেখতে-দেখতে অনেকটাই বড় হয়ে গেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্র কন্যা ঐশী। ষোড়শীর আদরের নাম মাইয়া। এই নামেই ডাকেন শ্রীলেখা। এই বছরই দশম শ্রেণির পরীক্ষা দেবে ঐশী। আজই (মঙ্গলবার, ০৭.১২.২০২১) সুইট সিক্সটিনে পা দিল সে। মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন শ্রীলেখা। সেই সঙ্গে শেয়ার করেছেন ৯টি ছবি। হাসপাতালে মেয়ের পাঁচ মিনিট বয়সের ছবি থেকে আজকের ছবি। মেয়ের বড় হওয়ার মুহূর্তগুলি বড়ই যত্ন করে আগলে রেখেছেন শ্রীলেখা, জানান দিল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট।
ষোলো বছর আগে আজকের দিনেই জন্মেছিল শ্রীলেখার কন্যা। সেই সঙ্গে জন্ম নিয়েছিলেন এক মা। ষোলো বছরের মাতৃত্বযাপন ও মেয়ের জন্মদিনের ছবি পোস্ট করতে গিয়ে প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালকেও ট্যাগ করতে ভোলেননি শ্রীলেখা। কেনই বা ভুলবেন! তাঁরা আলাদা হয়েছেন ঠিকই, কিন্তু মেয়েকে মানুষ করতে দু’জনেই যে সমান ভূমিকা পালন করে চলেছেন একসঙ্গে। মেয়ে কখনও মায়ের কাছে, কখনও বা বাবার কাছে থেকেই মানুষ হচ্ছে।
কিছুদিন আগে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছিলেন আমির খান ও কিরণ রাও। প্রকাশ্য বিবাহবিচ্ছেদ বিবৃতিতে পুত্রের অভিভাবকত্ব নিয়ে বলেছিলেন, তাঁরা আলাদা হতে পারেন ঠিকই, কিন্তু এই শেষের নতুন সূচনা এই, যে এবার থেকে তাঁরা ‘কো-প্যারেন্টিং’ করবেন। বলতে দ্বিধা নেই, শ্রীলেখা-শিলাদিত্য ‘কো-প্যারেন্টিং’ করছেন তারও আগে থেকে। আলাদা থেকেও দায়িত্ব সহকারে পালন করে চলেছেন মাইয়ার প্রতি সমস্ত-কর্তব্য। একচুলও ঘাটতি হয়নি।
মেয়ের ষোলোতম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা লিখেছেন, “১৬ বছর আগে মেয়ের জন্ম দিয়েছিলাম। কীভাবে সময় কেটে যায়! এবার আমার মেয়ে বোর্ডের পরীক্ষা দেবে।”
সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীলেখা অভিনীত ‘অভিযাত্রিক’ ছবিটি। সেখানে রাণুদির চরিত্রে অভিনয় করেছেন। মার্তৃত্ব দিয়ে গড়া মাঝবয়সি রাণু। তাঁর আগেই অবশ্য ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন শ্রীলেখা। সেখানেই স্ক্রিনিং হয়েছিল আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন টাইম ইন ক্যালকাটা’।
আরও পড়ুন: Bangladesh Couture Week: বাংলাদেশের ফ্যাশন সপ্তাহ আলো করলেন জয়া আহসান