Social Media Trolling: ‘ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব’, প্রেম নিয়ে কটাক্ষের মুখে মেজাজ হারান আদৃত

Controversy: একান্তে প্রেমিকাকে নিয়ে সময় কাটিয়েছেন তিনি। কিন্তু একসঙ্গে ছবি শেয়ার করেননি তাঁরা। যদিও তা দেখে ভক্তরা দুইয়ে দুইয়ে চার করে নিতে বিন্দু মাত্র পিছপা হননি। এরপর থেকেই শুরু তরজা।

Social Media Trolling: 'ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব', প্রেম নিয়ে কটাক্ষের মুখে মেজাজ হারান আদৃত
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 1:10 PM

বেশ কয়েকমাস ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে মিঠাই ধারাবাহিক অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বির প্রেম কাহিনি। ভক্তদের দাবি তাঁরা রীতিমত লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন। তবে কেন এত লুকোচুরি? তার উত্তর খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা। এরই মাঝে তাঁদের হাতেনাতে ধরতে পেড়ে বেজায় মেজাজ হারায় নেটপাড়া। এবার আদৃতের পোস্টের নীচেই একের পর এক কটুক্তি জায়গা করে নেয়। যা দেখে এবার আর মুখ বন্ধ রাখলেন না আদৃত। সোমবার একান্তে প্রেমিকাকে নিয়ে সময় কাটিয়েছেন তিনি। কিন্তু একসঙ্গে ছবি শেয়ার করেননি তাঁরা। যদিও তা দেখে ভক্তরা দুইয়ে দুইয়ে চার করে নিতে বিন্দু মাত্র পিছপা হননি। এরপর থেকেই শুরু তরজা।

কেউ লিখলেন, এই জুটির জন্যই ফ্লপ হচ্ছে ধারাবাহিক, কেউ আবার লিখলেন চ্যালেন ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব। যেখানে কৌশাম্বিকে ‘কাক’ বলতেও পিছপা হননি এক সমালোচক। তা দেখা মাত্রই এবার মুখ খুললেন অভিনেতা। প্রতিবাদ করে একের পর এক কমেন্টের উত্তর দিলেন, লিখলেন, মাসি মা, বাংলাতে সংলাপ মুখস্থ করে, কম সময়ের মধ্যেই বাংলা ধারাবাহিকে যিনি বলে থাকেন, তাঁকে আর আলাদা করে বাঙালিয়ানার প্রমাণ দিতে হয় না। আর আমায় যাঁরা ভালবাসেন তাঁরা ইতিমধ্যেই স্ক্রিনশর্ট তুলে পোস্ট করছেন। আপনারা দল বানিয়ে কমেন্ট করেন, যখন সেখানে পাল্টা কমেন্ট করতে যাওয়া হয়, অর্ধেক অ্যাকাউন্টের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আমার অন্তত নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে উত্তর করার ধক আছে।

কমেন্ট মুছে যাওয়া নিয়ে কমেন্ট করতেই সরব হলেন আদৃত। নিজের পেজে পিন পোস্টও করে রেখেছেন তিনি এই কমেন্ট। যা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা এসে প্রশংসা করে যাচ্ছেন। মিঠাই ধারাবাহিকের আগে থেকেই আদৃতের জনপ্রিয়তা তুঙ্গে। টলিউডে পা রেখেই সকলের নজর কেড়েছেন তিনি। বর্তমানে মিঠাই ধারাবাহিককে কেন্দ্র করে সকলের মন জয় করেছেন তিনি। তবে তিনি যে মুখ বুঁজে কেবল সহ্য করার মানুষ নন, তা এক প্রকার স্পষ্ট করে দিলেন তিনি।