AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aindrila Sharma: এক রাতে দশ বার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা অতীব সঙ্কটজনক

Aindrila Sharma: প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবারই আচমকাই ফেসবুকে ঐন্দ্রিলার অসুস্থতা সম্পর্কিত সব পোস্ট মুছে দিতে দেখা গিয়েছে সব্যসাচী চৌধুরীকে। কেন তিনি পোস্ট মুছেছেন তা নিয়ে চিন্তা বেড়েছিল নেটিজেনদের।

Aindrila Sharma: এক রাতে দশ বার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা অতীব সঙ্কটজনক
অবস্থা অতীব সঙ্কটজনক ঐন্দ্রিলার।
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 10:49 AM
Share

ভাল নেই ঐন্দ্রিলা শর্মা। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শনিবার রাতে আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। একবার নয়, প্রায় দশ বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এমনটাই। যদিও সিপিআরের মাধ্যমে পরিস্থিতি সাময়িক ভাবে সামাল দেওয়া গেলেও পরিস্থিতি স্থিতিশীল নয়। হাসপাতাল সূত্রে এও জানা যাচ্ছে এই মুহূর্তে লাইফ সাপোর্টে থেকে তাঁর রক্তচাপের পরিমাণ ১২০/৮০। মাঝে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চিকিৎসকেরা। শরীরে নতুন কোনও সংক্রমণ দেখা যায়নি। তবে পাশেই রয়েছেন চিকিৎসকেরা। সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবারই আচমকাই ফেসবুকে ঐন্দ্রিলার অসুস্থতা সম্পর্কিত সব পোস্ট মুছে দিতে দেখা গিয়েছে সব্যসাচী চৌধুরীকে। কেন তিনি পোস্ট মুছেছেন তা নিয়ে চিন্তা বেড়েছিল নেটিজেনদের। ঐন্দ্রিলা যদিও লড়াই চালিয়ে যাচ্ছেন। পাশে রয়েছেন পরিবার, শুভান্যুধ্যায়ী ও প্রেমিক। গত ১ নভেম্বর সন্ধ্যায় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন দু’বার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সেদিন তাঁর অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে। রান্না ঘরে গল্প-গল্প করতে-করতে অচৈতন্য হয়ে পড়েন। একটুও সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

গত সপ্তাহে চিকিৎসায় বেশ সাড়াও দিচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে ভেন্টিলেশনে সি-প্যাপ সাপোর্টে রাখা হলেও মাঝে মধ্যেই হাত খানিক নেড়ে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছিলেন। চিকিৎসকেরাও আশার আলো দেখছিলেন। কিন্তু এই সপ্তাহেই তাঁর শারীরিক অবস্থার ক্রম অবনতি ঘটেছে। জানা গিয়েছে,তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথার যে দিকে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। ঐন্দ্রিলার জন্য সারা সোশ্যাল মিডিয়ায় জুড়েই চলছে প্রার্থনা। ফিনিক্স হয়ে ফিরে আসুন তিনি– চাইছেন সকলেই।