Ankush-Oindrila: বদলে গিয়েছেন ঐন্দ্রিলা সেন, জানাচ্ছেন প্রেমিক অঙ্কুশ, কেন এল এই বদল?

বদলে গিয়েছেন ঐন্দ্রিলা সেন। প্রথম ছবি ম্যাজিকের সাফল্যের পরেই এসেছে এই বদল। শুধু নেটিজেন কেন তাঁর এই বদল চোখে পড়েছে প্রেমিক অঙ্কুশ হাজরারও। তবে প্রেমিকার বদলে তিনি গর্বিত। কেন?

Ankush-Oindrila: বদলে গিয়েছেন ঐন্দ্রিলা সেন, জানাচ্ছেন প্রেমিক অঙ্কুশ, কেন এল এই বদল?
বদলে গিয়েছেন ঐন্দ্রিলা, জানাচ্ছেন প্রেমিক অঙ্কুশ, কেন এই বদল?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 6:28 PM

বদলে গিয়েছেন ঐন্দ্রিলা সেন। প্রথম ছবি ম্যাজিকের সাফল্যের পরেই এসেছে এই বদল। শুধু নেটিজেন কেন তাঁর এই বদল চোখে পড়েছে প্রেমিক অঙ্কুশ হাজরারও। তবে প্রেমিকার বদলে তিনি গর্বিত। কেন?

এক ধাপে ওজন কমিয়ে ফেলেছেন বেশ অনেকটাই। আগের থেকে অনেকটাই ছিপছিপে তিনি। স্পষ্ট তাঁর জ-লাইন। বেলিফ্যাট রাতারাতি উধাও। প্রেমিকার এই বদলের নেপথ্যে যে কঠিন পরিশ্রম রয়েছে তাকেই কুর্নিশ অঙ্কুশের। শেয়ার করেছেন এক পোস্টও।

এই তো বছরের শুরুতে যখন বড় পর্দায় রিয়েল লাইফ পার্টনারের সঙ্গে প্রথম বার জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা তখনও নেটিজেনদের ভাষায় ‘গোলুমোলু’ ঐন্দ্রিলাকেই দেখা গিয়েছিল সিনেমার পর্দায়। ওই জুটির প্রথম ছবি ম্যাজিক সাফল্য পায় বক্স অফিসে। ঐন্দ্রিলা-অঙ্কুশকে নিয়ে আগামী দিনে আরও কাজ করার উৎসাহও দেখাতে শুরু করেন পরিচালকেরা। আর এই পরেই ঘটে ‘ম্যাজিক’। প্রত্যহ ওয়ার্কআউট, কড়া ডায়েট মেনেই আজ অভিনেত্রী ছিপছিপে।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

তাঁর এখনকার ও মাস কয়েক আগের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, “ম্যাজিক থেকে লাভ ম্যারেজ (ঐন্দ্রিলা-অঙ্কুশ জুটির দুই ছবি) … হোয়াট আ ট্রান্সফরমেশন। তোমার জন্য গর্বিত। অনেক পথ চলা বাকি। এভাবেই এগিয়ে যাও। কঠিক পরিশ্রম ও একইরকম ইচ্ছেশক্তিকে সঙ্গে নিয়ে।” প্রেমিকের পোস্টে অঙ্কুশকেই ট্যাগ করে ঐন্দ্রিলা লিখেছেন, “তুমিই আমার মোটিভেশন”।

বিগত বেশ কিছু মাস ধরেই ঐন্দ্রিলার ইনস্টা প্রোফাইল অনুসরণ করলেই দেখা যাবে অভিনেত্রী ঘনঘন পোস্ট করছিলেন তাঁর ওয়ার্ক আউট ভিডিয়ো। কখনও জিমে ওয়েট লিফটিং করছেন আবার কখনও বা বেছে নিচ্ছে অন্য কোনও শারীরিক কসরত। কথায় বলে সবুরে মেওয়া ফেলে। সেই প্রবাদবাক্যকেই হাতে কলমে প্রমাণ করেছেন অভিনেত্রী। কেন হঠাৎ তাঁর এই ওয়েট লস জার্নি? লাভ ম্যারেজ নামক এক ছবিতে আবারও দেখা যেতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ছবির কারণে ও নিজে ফিট থাকতেই ওজন কমানো তাঁর জানা যাচ্ছে এমনটাই। একদিকে প্রেমিকার ওজন কমানো নিয়ে অঙ্কুশ যখন উচ্ছ্বসিত, অন্যদিকে ঐন্দ্রিলা ভক্তের কারও কারও অনুযোগ, “দিদি ওজন না কমালেই পারতে, ওই গোলুমোলু ঐন্দ্রিলা সেনকে দেখতেই যে অভ্যস্ত আমরা।”