টলিউড ইন্ডাস্ট্রিতে শিশু শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন অভিনেতা অংশু বাচ (Anshu Bach)। বড় হওয়ার পরেও মডেলিং এবং অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। সদ্য সপ্তাশ্ব বসুর পরিচালনায় ‘জতুগৃহ’ ছবির শুটিং শুরু করলেন তিনি। ১২ দিনের শুটিংয়ে এই মুহূর্তে কালিম্পংয়ে রয়েছেন অভিনেতা। অনেকদিন পরে একটা ভাল প্রজেক্ট পেয়ে খুশি তিনি।
কালিম্পংয়ে শুটিংয়ের ফাঁকে অংশু TV9 বাংলাকে বলেন, “এই ছবিতে আমার পজিটিভ ক্যারেক্টার, ইন আ মিস্ট্রিরিয়াস সেটিং। এটা হরর মিস্ট্রি থ্রিলার। বনি সেনগুপ্ত রয়েছেন। আমার ওর বন্ধুর চরিত্র। আমার চরিত্রের একটা হোটেল আছে। বন্ধুকে একসঙ্গে কাজ করার জন্য ডাকে। বনি পৌঁছনোর পর বেশ কিছু রহস্যজনক ঘটনা ঘটে। যেটা দুই বন্ধু মিলে সলভ করবে।” অংশু এবং বনি সেনগুপ্ত ছাড়াও পায়েল সরকার, পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করছেন।
পরিচালক সপ্তাশ্বর সঙ্গে অংশু। ছবি সৌজন্য অংশু বাচ।
অভিজিৎ মন্ডলের পরিচালনায় ‘চার অধ্যায়’ নামের একটি ফিচার ফিল্মের কাজ কিছুদিন আগেই শেষ করেছেন অংশু। ‘জতুগৃহ’-র পরে আরও বেশ কিছু কাজের কথা চলছে তাঁর।
ক্লাস টেন পর্যন্ত অভিনয় করার পর পড়াশোনার জন্য ছ’বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। স্নাতক হওয়ার পর ফের অভিনয় শুরু করেন। ‘সাথীহারা’, ‘আলোয় ফেরা’, ‘অগ্নি’, ‘এম এল এ ফাটাকেষ্ট’র মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয় হয়েছিলেন, এখনও তাঁর ততটাই সাফল্য কামনা করেন অনুরাগীরা।
আরও পড়ুন, ৩৫ বছর বয়সে প্রয়াত হন নীনার বন্ধু, যাঁকে তিনি আজও মিস করেন… কে তিনি?