AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৩৫ বছর বয়সে প্রয়াত হন নীনার বন্ধু, যাঁকে তিনি আজও মিস করেন… কে তিনি?

Neena Gupta: আত্মজীবনী ‘সচ কহু তো’ প্রকাশের পর থেকেই একের পর এক জীবনের বহু গোপন কথা প্রকাশ্যে এসেছে নীনার। ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধু কম। সহকর্মীর সংখ্যাই বেশি।

৩৫ বছর বয়সে প্রয়াত হন নীনার বন্ধু, যাঁকে তিনি আজও মিস করেন... কে তিনি?
নীনা গুপ্তা।
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 9:58 AM
Share

পরনে কাঁচুলি। চোখের চাহনিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী নীনা গুপ্তা। ‘উৎসব’ সিনেমার একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন নীনা। একই সঙ্গে স্মরণ করেছেন অভিনেতা শেখর নাগকে।

নীনা লিখেছেন, “অসাধারণ সিনেমা ‘উৎসব’ থেকে একটা ছবি। সঙ্গে শেখর নাগ। মিস করি তোমাকে। অনেক তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ।’

শেখর একাধারে ছিলেন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক এবং প্রযোজক। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছিলেন। জন্ম, ১৯৫৪-র ৯ নভেম্বর। মাত্র ৩৫ বছর বয়সে ১৯৯০-এর ৩০ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি।

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

আত্মজীবনী ‘সচ কহু তো’ প্রকাশের পর থেকেই একের পর এক জীবনের বহু গোপন কথা প্রকাশ্যে এসেছে নীনার। ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধু কম। সহকর্মীর সংখ্যাই বেশি। অনেক লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও মেয়েকে একা হাতে বড় করা কম কষ্টের ছিল না। তার মধ্যে মাত্র কয়েকজন বন্ধুর কথা আজীবন মনে রাখতে চান নীনা। শেখর তাঁদের মধ্যে একজন। সে কারণেই এতদিন পরে হলেও প্রকাশ্যে সেই বন্ধুত্বের কথা স্বীকার করেছেন নীনা।

সকলে ভাবে তিনি নিজের শর্তে জীবন বাঁচেন। কিন্তু আসলে তা নাকি সত্যি নয়, বলে জানান নীনা। অন্য অনেকের মতোই স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান সহ স্বাভাবিক পরিবার চেয়েছিলেন তিনি। অন্যদের দেখে হয়তো কখনও নিজের হয়নি বলে খারাপও লেগেছে। কিন্তু নিজের ভুল সব সময়ই স্বীকার করতে পেরেছেন নীনা। আর তা থেকেই ফের এগিয়ে যাবার রসদ পেয়েছেন।

আরও পড়ুন, কেন আমিরের ভাগ্নে ইমরানকে বলিউডে আর দেখা যায় না?