অপরাজিতা ছবি পরিচালনা করলে নায়িকা হবেন সঙ্ঘশ্রী!

Aparajita Adhya: ঘটনাটি ঠিক কী? অপরাজিতা বয়সে এবং কেরিয়ারের অভিজ্ঞতায় সঙ্ঘশ্রীর থেকে সিনিয়র। তিনি হঠাৎ সঙ্ঘশ্রীর প্রশংসা করলেন কেন?

অপরাজিতা ছবি পরিচালনা করলে নায়িকা হবেন সঙ্ঘশ্রী!
অপরাজিতা এবং সঙ্ঘশ্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 5:48 PM

অভিনেত্রীরা নাকি একে অপরকে হিংসে করেন? একজন নাকি অন্যজনের ভাল দেখতে পান না? এই ধারণা তো অনেকেরই রয়েছে। ধারণা তৈরি হওয়ার পিছনে নিশ্চয়ই কোনও না কোনও ঘটনাও রয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও থাকে। এক অভিনেত্রী আর একজনের প্রশংসা করছেন প্রকাশ্যে, তেমন ঘটনাও তো ঘটে। আর যখন একজন সিনিয়র কোনও জুনিয়রের প্রশংসা করেন, তা থেকে শেখার থাকে অনেক কিছু। ঠিক তেমন ঘটনাই ঘটল সঙ্ঘশ্রী সিনহা মিত্র এবং অপরাজিতা আঢ্যর জীবনে।

ঘটনাটি ঠিক কী? অপরাজিতা বয়সে এবং কেরিয়ারের অভিজ্ঞতায় সঙ্ঘশ্রীর থেকে সিনিয়র। তিনি হঠাৎ সঙ্ঘশ্রীর প্রশংসা করলেন কেন? ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। একটি রিল ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন সঙ্ঘশ্রী। তা দেখে অপরাজিতার এত ভাল লেগেছে যে ভিডিয়ো বার্তায় জুনিয়রের প্রশংসা করেছেন তিনি।

একটি গান গেয়ে অপরাজিতা বলেন, ‘তোর ভিডিয়ো আমার এত ভাল লেগেছে, যখনই সুযোগ পাচ্ছি, শুটিংয়ের মধ্যে, শুটিং থেকে এসে একবার করে দেখছি আর আমার স্ট্রেস রিলিফ হয়ে যাচ্ছে। খুব ভাল লাগছে। খুব মিষ্টি। তোর অনারে এই গানটা গেয়ে তোকে পাঠাই। আমাদের শিল্পীদের রেসপেক্ট পাওয়াটা খুব দরকার। তোকে রেসপেক্ট কী ভাবে জানাব, তাই গান গেয়ে তোকে পাঠালাম। ভালবাসি সঙ্ঘ। তুই বেস্ট।’

এ প্রসঙ্গে সঙ্ঘশ্রী বললেন, “অপাদির এই ব্যবহারে আমি অভিভূত। কী বলব বুঝতে পারছি না। এত ভাল লেগেছে, আমি সম্মানিত। অপাদি তো বলেছে আমাকে ওর ছবিতে নায়িকা করবে। পোস্টও করেছে সেটা।”

Aparajita-Sanghashree-post

সঙ্ঘশ্রীর পোস্টে অপরাজিতার সেই কমেন্ট। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

এই মুহূর্তে ‘ফেলনা’ ধারাবাহিকে অভিনয় করছেন সঙ্ঘশ্রী। কিছুদিন আগে ওয়েব সিরিজ ‘পাপ ২’-এ একটি ছোট চরিত্রে দর্শক তাঁর অভিনয় দেখেছেন। আর হাতে কোনও কাজ নেই। ভাল কাজের জন্য অপেক্ষা করছেন। সঙ্ঘশ্রীর হেসে বললেন, “আমার সিনিয়র অভিনেত্রী প্রশংসা করছেন। আমার কাজ ওঁর চোখে পড়ছে। কিন্তু পরিচালকরা বোধহয় দেখতে পাচ্ছেন না। একটু মিনিংফুল চরিত্র করতে চাইছি। যেটার গুরুত্ব থাকবে।”

আরও পড়ুন, রাজের প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম বার্তা দিলেন মন্দিরা