Aparajita Adhyay: উটির ঠান্ডায় ‘রমতা যোগী’তে নাচলেন অপরাজিতা আঢ্য, নাচ নিয়ে মজার বক্তব্য অভিনেত্রীর
ফুরফুরে দক্ষিণ হাওয়ার আমেজ মেখে দিব্যি ছুটি উপভোগ করছেন অপরাজিতা।
১৫ ডিসেম্বর পাড়ি দিয়েছিলেন তামিল নাড়ুর পাহাড়ি রাজ্য উটিতে। আরও কয়েকদিন সেখানেই থাকার ইচ্ছা অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। ফুরফুরে দক্ষিণ হাওয়ার আমেজ মেখে দিব্যি ছুটি উপভোগ করছেন অপরাজিতা। দারুণ এনজয় করছেন তিনি। গতকাল কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আজ নাচের ভিডিয়ো করলেন পোস্ট। কী নাচ জানেন?
‘তাল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সাদা পোশাকের দুর্দান্ত নাচ। গানটির নাম ‘রমতা যোগী’। গেয়েছিলেন সুখবিন্দর সিং। সেই গানের তালে জমিয়ে নেচেছিলেন ঐশ্বর্য। স্বপ্নসুন্দরীর স্বপ্নের নাচ। সেই নাচের তালেই এবার কোমড় দুলিয়ে নাচলেন অপরাজিতাও। নাচেন নিজের মতো। পিছনে সাজানো বাগান, সাজানো পাহাড় আর অপরাজিতা। স্বতঃস্ফূর্ত ছন্দে, কোরিওগ্রাফ না করা একটি নাচ। যেন প্রকৃতিই নাচিয়ে নিয়েছেন তাঁকে দিয়ে। অপরাজিতা লিখেছেন, “মাঝে মধ্যে কোনও প্রস্তুতি ছাড়াই নাচি। প্রকৃতিই এমনটা করতে সাহায্য করে।”
View this post on Instagram
প্রতিবার নিজের বেহালার বাড়িতে বসন্ত উৎসবে দোল খেলার আয়োজন করেন অপরাজিতা। যে নাচের দলের সঙ্গে তিনি যুক্ত, সেই মেয়ের দল সুন্দর সেজে নৃত্য পরিবেশন করেন। নিজের মধ্যেই আনন্দ ভাগাভাগি করে নেন তাঁরা। আগে থেকে রিহার্সালও করেন জমিয়ে।
কিন্তু উটিতে সে সব প্রস্তুতির বালাই ছিল না। প্রকৃতির কোলে নিতান্তই গা ভাসানো ছাড়া কিছু নয়। যেমনটা আমরা করে থাকি। অপরাজিতার এই আনন্দ মন ছুঁয়েছে তাঁর ফলোয়ারদেরও। একঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ পোস্টটি দেখেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিটি। সেই ছবিতে এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। তার আগে মুক্তি পায় অপরাজিতা অভিনীত ‘চিনি’ ছবিটিও।
আরও পড়ুন: Bollywood LookBack 2021: ২০২১ সাল কেমন কেটেছে বলিউডের? ভাল-মন্দ মিলিয়ে দেখুন একনজর