Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: যশ-নুসরতের সংসারে অশান্তির ছায়া? বিরক্ত নায়ককে নিয়ে হচ্ছে জলঘোলা

Tolly Gossip: টলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। যদিও তাঁদের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই, তবু সে সবে পাত্তা না দিয়ে নিজেদের শর্তে দিন কাটান তাঁরা। সেই পাওয়ার কাপলের মধ্যেই কি এবার ঝগড়া? এক ভিডিয়ো সামনে এসেছে।

Tolly Gossip: যশ-নুসরতের সংসারে অশান্তির ছায়া? বিরক্ত নায়ককে নিয়ে হচ্ছে জলঘোলা
যশ-নুসরত।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 12:18 PM

টলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। যদিও তাঁদের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই, তবু সে সবে পাত্তা না দিয়ে নিজেদের শর্তে দিন কাটান তাঁরা। সেই পাওয়ার কাপলের মধ্যেই কি এবার ঝগড়া? এক ভিডিয়ো সামনে এসেছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে রিহার্সাল শেষ করে বেরচ্ছেন দু’জনে। যশের মুখে চোখে বিরক্তির ভাব স্পষ্ট। ওদিকে আমজনতার চোখ এড়ায়নি নুসরতের থমথমে মুখও। বেশ কিছুক্ষণ ধরে দু’জনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এই গোটা সময় ধরে নুসরতের দিকে একবারও না তাকানোর ঘটনাও কিন্তু লক্ষ্য করেছেন নেটিজেনরা। আর এর পরেই তাঁদের প্রশ্ন, ‘তবে কি সংসারে অশান্তি?কী এমন হল যে, পাপারাৎজি দেখে সবসময় অভিবাদন জানানো মানুষ একেবারে এড়িয়ে গেলেন সমস্তটা?”

তাঁদের আরও প্রশ্ন, “নুসরতের উপরে কি কোনও ভাবে বিরক্ত যশ?” এ সব নিয়েই যখন হচ্ছে জোর জলঘোলা, তখন পাশে এসে দাঁড়িয়েছেন যশরত ভক্তরা। তাঁদের যুক্তি, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াটাই ভীষণ স্বাভাবিক। তাই এই নিয়ে অহেতুক চিন্তিত হওয়ারও কিছু নেই।” তাঁদের আরও দাবি, “ঝগড়া নয়, বরং কোনও এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। ক্যামেরা দেখেই যে হাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই।”

যশ ও নুসরতের প্রেম নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন তাঁরা। তার আগে যদিও নিখিল জৈনের পার্টনার ছিলেন নুসরত। ২০২১ সালে সেই সম্পর্ক ছিন্ন করে যশের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। তাঁদের এক সন্তানও রয়েছে। এরই পাশাপাশি রয়েছে কর্মব্যস্ততাও।