AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit-Dev: ‘…একটা সাহসী পদক্ষেপ’, দেবের প্রশংসায় মুখ খুললেন অরিজিৎ সিং

Dev: এই ছবি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সর্বভারতীয় স্তরে মুক্তি পাচ্ছে। ফলে এই ছবির হিন্দি টিজ়ারই শেয়ার করলেন অরিজিৎ....

Arijit-Dev: '...একটা সাহসী পদক্ষেপ', দেবের প্রশংসায় মুখ খুললেন অরিজিৎ সিং
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 5:01 PM
Share

একের পর এক ছবির কাজ শেষ করছেন এখন অভিনেতা দেব। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ব্যোমকেশ ও দুর্গোরহস্য’। যেখানে টলিপাড়ায় প্রথমবার ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় দেবকে। তবে তারই আগে যে ছবি নিয়ে চর্চা ছিল তুঙ্গে, তা হল বাঘা যতীন। এই ছবির শুটিং দেব শুরু করেছিলেন চলতি বছরের শুরু থেকেই। ওড়িশ্যার বেশ কিছু অঞ্চলে শুট করা হয়েছে এই ছবির। এই ছবির শুটের জন্য বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল গোটা টিমকে। চোটও পেয়েছিলেন দেব চোখে। নিজের লুক থেকে শুরু করে অভিনয়, চলন সবেতেই বদল এনেছিলেন অভিনেতা। যা ইতিমধ্যেই টিজ়ারে নজর কেড়েছে। এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ গায়ক অরিজিৎ সিং। অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। মাঝে মধ্যে পোস্টের দেখা মেলে। এবার অরিজিৎ বাঘা যতীন ছবির টিজ়ার শেয়ার করে দেবের প্রশংসায় পঞ্চমুখ।

এই ছবি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সর্বভারতীয় স্তরে মুক্তি পাচ্ছে। ফলে এই ছবির হিন্দি টিজ়ারই শেয়ার করলেন অরিজিৎ, লিখলেন, ‘স্বাধীন ভারতের স্বপ্ন চোখে নিয়ে যে বীর স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম বীরের অজানা গল্পের সাক্ষী থাকুন। দেব এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসকে অনেক শুভেচ্ছা। বাঘা যতীনের গল্প বড় পর্দায় নিয়ে আসার মতো এক সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, আপনারা সকলে দয়া করে এই ছবির পাশে থাকবেন। এই বীর যোদ্ধাকে সম্মান জানাবেন।’

ছবির লুক শেয়ার করে দেব লিখেছিলেন, অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদেরমধ্যে এক অন্যতম সংগ্রামী “বাঘাযতীন” এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।