
সাংবাদিক হয়ে দার্জিলিংয়ে এক খুনের রহস্যের জট খুলবেন অর্জুন আবার অন্যদিকে এক্স ইক্যুয়ালস টু প্রেমের ইক্যুয়েশনও সলভ করবেন তিনিই। একের পর এক নতুন কাজ অর্জুন চক্রবর্তীর হাতে। তা-ই ভীষণ ব্যস্ত। কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যেও অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। কখনও জিমে কসরতের ছবি পোস্ট করেন তো কখনও এক বৃষ্টিভেজা শহরে, আবছায়া কাচ আর মেঘলা দিনের অঞ্জন দত্তের গানই শোনা যায় অভিনেতার অর্জুন চক্রবর্তীর খালি গলায়।
তবে সকাল-সকাল ঘুম থেকে ওঠার পর একেবারে কারওর সঙ্গে কথা বলেন না অর্জুন। কেউ কিছু বললেই নাকি তিনি বলেন ‘ডোন্ট টক টু মি’! আজ্ঞে হ্যাঁ, অর্জুনের নতুন ভিডিয়ো পোস্টে তারই প্রমাণ মিলল। কিন্তু একেবারেই যে বলেন না, তা-ও ভিডিয়োতে বললেন অর্জুন। তবে সকাল-সকাল এক বড় কাপ কফির স্বাদ নেওয়ার পরেই। ভিডিয়োতে কফি খাওয়ার আগে গান ভেসে আসে ‘ডোন্ট টক টু মি’। এবং কফির প্রথম কাপ নেওয়ার পরে তিনি দেখালেন থাম্বস আপ। মঙ্গলবার সকাল সকাল এমনই এক মজাদার ভিডিয়ো পোস্ট করলেন অর্জুন। ক্যাপশনে লিখলেন ‘আপনাদের মধ্যে ক’জন এর সঙ্গে সম্পর্কিত হতে পারেন?’
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। পরিচালকের সঙ্গে কাজ করার প্রসঙ্গে অর্জুন বলেন, “অনেক দিন ধরেই কৌশিকদার সঙ্গে কাজ করার আমার খুব ইচ্ছে। অবশেষে কাজটা করতে পারছি। আমি খুব খুশি। ছবিতে আমি একজন রাজ্য-স্তরের কাবাডি খেলোয়াড়। ছবির অনেকগুলো পরত আছে। আশা করি মানুষের ভাল লাগবে।”