Rituparna Sengupta: শান্তির শুরুটা ঠিক কীভাবে হতে পারে, জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
কিছুদিন আগে প্রয়াত হলেন প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার। ঋতুপর্ণা জানিয়েছিলেন তাঁর মনখারাপের কথা।

সাইকোলজিকাল থ্রিলারধর্মী স্প্যানিস ছবি ‘জুলিয়াজ আইস’-এর বাংলা রিমেক করছেন অভিনেত্রী। সে ছবি আবার বাংলার পাশাপাশি মারাঠি, তেলগু, কন্নড় ভাষাতেও রিমেক হচ্ছে। হিন্দিতে করছেন তাপসী। কথা হচ্ছে টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। ঋতুপর্ণা যে ছবিটি করছেন তার নাম ‘অন্তরদৃষ্টি’। পরিচালক কবীর লাল। ছবিতে ঋতুর বিপরীতে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়। দেরাদুন-মুসৌরিতে সে ছবির শুটিং শেষ করে সিঙ্গাপুরে ফিরে গেছেন অভিনেত্রী। তবে বারবার বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মন ভাল নেই তাঁর। কারণ করোনার খবরে মনখারাপ ঋতুপর্ণা। সত্যিই তো লকডাউন এবং পরবর্তীকালে সিনেমাহল বন্ধ তার উপর একের পর এক কাছের মানুষের মৃত্যু, এত সবে কি মন ভাল থাকে? দু’দন্ড শান্তির খোঁজ তো চালাতে হবে সর্বক্ষণ। তাঁর চেষ্টাই করলেন ঋতুপর্ণা।
ইনস্টাগ্রামে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ক্যাপশনে লিখেছেন কিছু শব্দ। লিখলেন ‘পিস বিগিনস উইদ এ স্মাইল’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়—‘শান্তির শুরু হয় এক হাসিতে।’
View this post on Instagram
কিছুদিন আগে প্রয়াত হলেন প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার। ঋতুপর্ণা জানিয়েছিলেন তাঁর মনখারাপের কথা। স্মৃতিচারণায় ঋতুপর্ণা বলেন, যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকে আমি ওঁর নাম শুনতাম। দিলীপ কুমার। তখন সে সময়ে আমি কিছুই বুঝতাম না যে এই মহান মানুষটি আসলে কে? এরপর যখন আস্তে আস্তে বড় হলাম, আমি জানতে শুরু করলাম যে গোটা ইন্ডাস্টিতে এই মানুষটি কতটা আধিপত্য বিস্তার করে রেখে ছিলেন। দিলীপ কুমার অভিনীত প্রথম ছবি যা আমি দেখি তা হল ‘শক্তি’। আমি তখন স্কুলে পড়ি। সেই সময় আমি দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনকে একই ফ্রেমে দেখি। দুই মহান অভিনেতাকে একসঙ্গে দেখাটা আমার কাছে ভীষণ রোমাঞ্চকর ছিল। তারপর একে একে ‘কর্মা’, ‘সৌদাগর’ দেখলাম। পরেরদিকে ‘দেবদাস’, ‘মধুমতী’ দেখি। আমার বাবা তাঁর ভীষণ বড় ফ্যান। আমি বেশিরভাগ সময় বাবার মুখে দিলীপ কুমারের নাম শুনতাম। আজ গোটা বিশ্ব তাঁকে চেনে এবং মহান মানুষটির মৃত্যুতে গোটা বিশ্ব আজ শোকাহত। কিন্তু উনি যা রেখে গিয়েছেন, ওঁর রাজত্ব, ওঁর লিগেসি, প্রজন্মের পর প্রজন্মে ওঁর এই অবদানের স্বীকৃতি দিয়ে যাবেন। তাঁকে বলা হতো ‘ট্র্যাজিকের রাজা’ কারণ তিনি এতটা ভার্সেটাইল ছিলেন। যেভাবে তিনি সংলাপ বলতেন, থামতেন, পজ় নিতেন, এক্সপ্রেশন সব ছিল মন্ত্রমুগ্ধকর। ফিল্ম ইন্ডাস্ট্রি এক অন্ধকারচ্ছন্ন সময়ের মধ্যে দিয়ে চলছে। আমরা একের পর মূল্যবান রত্ন হারিয়ে ফেলছি। উনি আমাদের কোহিনূর ছিলেন। আমরা আমাদের ইন্ডাস্ট্রিক কোহিনূর হারিয়ে ফেললাম। ওঁর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত আলাপ হয়নি কিন্তু অনেকবার আমাদের দেখা হয়েছিল। এক বড় ক্ষতি হয়ে গেল… ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আশা করি ওঁর লিজেসি থেকে যাবে। মহান ব্যক্তিত্বদের মৃত্যু হয় না। উজ্জ্বল নক্ষত্রের মতো দিলীপ কুমার আমাদের সঙ্গে থেকে যাবেন।
আরও পড়ুন ফারহানেরই মস্তিষ্কপ্রসূত ‘তুফান’; জানালেন পরিচালক





