‘পুরনো গিটার’ কাঁধে তুলে নিয়ে গান বেঁধেছিলেন অঞ্জন দত্ত। বৃষ্টির গান, মনখারাপের গান…গেয়েছিলেন, “আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি…।”
বৃষ্টিভেজা শহরে, আবছায়া কাচ আর মেঘলা দিনের সেই গানই শোনা গেল অভিনেতার অর্জুন চক্রবর্তীর গলায়, খালি গলায়। জানলা দিয়ে বৃষ্টি দেখতে অঞ্জনের গানের চারটি লাইন গাইলেন তিনি। নস্টালজিয়ায় স্নাত হল নেটিজেন। কেউ হাতড়ে বেড়ালেন কলেজ জীবনের প্রেম আবারও কারও বা স্মৃতিতে উঁকি দিয়ে গেল এক টুকরো ছোটবেলা।
কেউ লিখলেন, “দারুণ লাগলো অর্জুন”। আবার কারও কমেন্ট, “উস্কে দিলে স্মৃতি”। যদিও অর্জুন ‘বিনয়ের সুরে’ আগে থেকেই ক্যাপশনে লিখেছেন, “আমার মতো একজনের পক্ষে ক্যামেরার সামনে গাইতে অনেক সাহস লাগে। সেটাকে আবার সোশ্যাল মিডিয়া দিতে তো আরও সাহসের প্রয়োজন।” যদিও অর্জুন জানিয়েও দিয়েছেন এই গান গাওয়ার পিছনে তাঁর ‘বিরহ-যোগ’ নেই। ভালবাসার মানুষটি অর্থাৎ স্ত্রী সৃজাই তাঁর এই ভিডিয়ো তুলে দিয়েছেন। বৃষ্টি দিনে, গানে-গল্পে মেতে উঠল চক্রবর্তী পরিবার।
আরও পড়ুন-‘প্রেমিক’-এর জন্মদিনের পার্টিতে সপরিবারে শ্রাবন্তী, সম্পর্ক এগোল আরও এক ধাপ?