Pori Moni: বিতর্ক দূরে ঠেলে মা হচ্ছেন পরীমনি, সেরেছেন গোপনে বিয়েও

শরিফুলের সঙ্গে প্রেম ও বিয়ের ব্যাপারে তিনি জানান, এক ছবির সেটেই তাঁরা প্রেমে পড়েন। এর পরেই দুজনে গোপনে বিয়ে সেরে ফেলেন।

Pori Moni: বিতর্ক দূরে ঠেলে মা হচ্ছেন পরীমনি, সেরেছেন গোপনে বিয়েও
মা হচ্ছেন পরীমনি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2022 | 5:18 PM

মা হতে চলেছেন ওপার বাংলার অন্যতম বিতর্কিত ও আলোচিত নায়িকা পরীমনি। সোমবার এ খবর তিনি নিজেই জানিয়েছেন ‘প্রথম আলো’কে। সেখান থেকেই জানা যাচ্ছে, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। শরিফুলের সঙ্গে গোপনে বিয়েও সেরে নিয়েছেন, দাবি তাঁর।

তিনি জানিয়েছেন আগামী দেড় বছর শুটিং থেকে নিজেকে বিরত রাখবে। রাখবেন না কোনও কাজ। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।”

অন্যদিকে শরিফুলের সঙ্গে প্রেম ও বিয়ের ব্যাপারে তিনি জানান, এক ছবির সেটেই তাঁরা প্রেমে পড়েন। এর পরেই দুজনে গোপনে বিয়ে সেরে ফেলেন। তিন দিন আগেই যে ছবির সূত্রেই তাঁদের পরিণয় সেই ছবির পরিচালককে খবরটা জানিয়েছেন তাঁরা। আপাতত দিন কাটছে নতুন অতিথি আসার অপেক্ষায়।

শরিফুলের সঙ্গে পরী।

 

তাঁর জীবন জুড়েই বিতর্ক। গত অগস্টে পরীমনির নাম জড়িয়েছিল মাদক-কাণ্ডে। সে সময় প্রায় এক মাস হাজতবাস করতে হয় তাঁকে। এরও মাস দুয়েক আগে বাংলাদেশের অভিজাত বোট ক্লাবে সে দেশেরই বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন অভিনেত্রী। এই ঘটনার তদন্তের সূত্রেই গোয়েন্দা পুলিশ কর্তা গোলাম সাকলায়েন-এর সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেই সাকলায়েনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবিও কিছু মাস আগেই ফাঁস হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। যদিও সে সব এখন অতীত। আপাতত সুস্থ ভাবে সন্তানের জন্ম দিতে চাইছেন নায়িকা।