Koneenica Mamata Look: মমতা লুকে কেমন লাগছে কণীনিকাকে, মুখ্যমন্ত্রীর কীর্তি এবার বড়পর্দায়

Koneenika Banerjee: কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত ও সম্মানিত হওয়ার কাহিনি উঠে আসবে এই ছবির গল্পে। ছবির ফাস্ট লুক সামনে আসতেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে।

Koneenica Mamata Look: মমতা লুকে কেমন লাগছে কণীনিকাকে, মুখ্যমন্ত্রীর কীর্তি এবার বড়পর্দায়
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 1:56 PM

বড়পর্দায় বায়োপিক নতুন নয়। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক একটি ছবির খবরের মাঝে এবার প্রকাশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লুক। টলিপাড়ায় এবার মুখ্যমন্ত্রীর জীবনী, না জীবনী বলাটা ভূল। কারণ মুখ্যমন্ত্রীর জীবন সংগ্রাম বাজানা-অজানা কথা এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে না। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন সেই খবর। কেমন লাগছে তাঁকে এই লুকে! সাদা শাড়িতে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে তিনি, নিজের লুকের ছবি সেলফি তুলে শেয়ারও করতে দেখা যায় অভিনেত্রীকে। মুহূর্তে কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। ছবির নাম সুকন্যা।

ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত ও সম্মানিত হওয়ার কাহিনি উঠে আসবে এই ছবির গল্পে। ছবির ফাস্ট লুক সামনে আসতেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। ছবিতে টান-টান আন্দোলনের প্লট থাকছে না। যা থাকছে তা হল কেবলই এক প্রকল্পকে ঘিরে নানা কাহিনি। মুখ্যমন্ত্রীর চেনা পোশাকেই ধরা দিলেন অভিনেত্রী। ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেনকে।

তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিনোদন জগতে বরাবরই আগ্রহ রয়েছে। এবার সুকন্যা ছবিতে তাঁর লুক সামনে আসতেই তিনি আবারও চর্চার কেন্দ্রে। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নাম মায়া। মায়া লুকে কণীনিকা সামনে আসতেই এক কথায় অবাক নেটপাড়া। একেবারে যেন মুখ্যমন্ত্রীর লুক। বর্তমানে দস্তুর মতো চলছে ছবির কাজ। সব স্বাভাবিক থাকছে এপ্রিল মাসের ২৩ তারিখে মুক্তি পেতে পারে সুকন্যা। শান্তনু সেন বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবি নারী শিক্ষার প্রচার করবে।