AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trina Saha: বন্ধুরা জিজ্ঞেস করছে, শাহরুখের চুমু খাওয়া হাতটা ধুয়েছি কি না: তৃণা সাহা

Shahrukh Khan: শাহরুখের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছেন না তৃণা। তাঁর মনের মধ্যে যেন গেঁথে গিয়েছে সবটাই।

Trina Saha: বন্ধুরা জিজ্ঞেস করছে, শাহরুখের চুমু খাওয়া হাতটা ধুয়েছি কি না: তৃণা সাহা
শাহরুখ খানের সঙ্গে তৃণা সাহা...
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 7:16 PM
Share

স্বপ্নপূরণ হয়েছে। স্বপ্নের চেয়েও বেশি কিছু পূরণ হয়েছে বাঙালি অভিনেত্রী তৃণা সাহার। ভেবেছিলেন মানুষটাকে সামনে থেকে দেখবেন। কিন্তু হল তার চেয়েও আরও বেশি কিছু। মানুষটি এলেন, দেখলেন এবং ফের জয় করলেন তৃণার মন। তাঁর হাতে এঁকে দিলেন আলতো চুম্বন। বৃহস্পতিবার ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া দিয়ে অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায়দের মতো এসেছিলেন শাহরুখ খানও। এবং সেই অনুষ্ঠানে বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখেরাও হাজির ছিলেন। ছিলেন তৃণা সাহাও। শাহরুখের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছেন না তৃণা। তাঁর মনের মধ্যে যেন গেঁথে গিয়েছে সবটাই।

অনেকের মতো তৃণারও ছোটবেলার পছন্দের তারকা শাহরুখ। কিং খানকে ভালবাসেন তৃণা। ফলে তারকার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা তাঁর অনেকদিনের। সেই আশা তাঁর মিটল এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েই। প্রথম সাক্ষাতে শাহরুখ হাতে চুমু খেয়েছেন তৃণার। বিষয়টা তৃণার কাছে স্বপ্নের মতো। তিনি কল্পনাও করতে পারেননি শাহরুখ তাঁকে এভাবে চুম্বন করতে পারেন। সেই থেকে ঘোরেই আছেন অভিনেত্রী।

TV9 বাংলাকে তৃণা বলেছেন, “আমি কিছুতেই ভাবতে পারছি না শাহরুখ আমার হাতে চুমু খেতে পারেন। আমার বন্ধুরা জিজ্ঞেস করছে হাতটা ধুয়েছি কি না। আমি এখনও স্বপ্নের মধ্যেই আছি। এই ব্য়াপারটা যে ঘটবে আমি সত্যিই ভাবিনি। আমি মুগ্ধ। শাহরুখের সামনে গিয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কী বলব, কী দেখব বুঝতে পারছিলাম না। কেবল জানতাম, মানুষটা আমার সামনে, এত্তটা কাছে দাঁড়িয়ে আছেন…”

মহিলা অনুরাগীদের মধ্যে শাহরুখের জনপ্রিয়তা তুমুল। আজ থেকে নয়। বহু যুগ আগে থেকেই। তাঁর একটা প্রধান কারণ মহিলাদের প্রতি শাহরুখের ব্যবহার। বরাবরই মহিলাদের যথাযথ সম্মান দেওয়ায় বিশ্বাসী তিনি। কাজলের সঙ্গে একটি সাক্ষাৎকার পর্বে শাহরুখ এবার বলেছিলেন, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করাকে তিনি তীব্রভাবে ঘৃণা করেন। মহিলারা পুরুষ নন। তাঁরা মহিলা। একজন পুরুষের সঙ্গে যে ব্যবহার করা যায়, তা কখনওই একজন মহিলার সঙ্গে করা যায় না। করা উচিতও না। তিনি বিশ্বাস করেন, নারীর প্রতি আচরণেও নম্রতা, ভদ্রতা এবং সহবত থাকা বাধ্য়তা মূলক। কোনও নারীকে অসম্মানিত হতে দেখলে শাহরুখ রুষ্ট হয়ে যান। সেই কারণেই হয়তো নিজের স্ত্রী গৌরী এবং কন্যা সুহানার প্রতি তিনি বাড়তি যত্নশীল।