করোনা আতঙ্ক থেকে এখনও বেরোতে পারেনি পৃথিবী। কিন্তু করোনা বিধি মেনে যতটা সম্ভব কাজ শুরু হয়েছে সব ক্ষেত্রেই। সিনে পাড়াও ব্যতিক্রম নয়। অনেকদিন বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে শুটিং। মুক্তি পাচ্ছে নতুন ছবি। এই পরিস্থিতিতে প্রয়োজনা সংস্থা উইন্ডোজ-এর জন্য সুখবর। তাদের পরবর্তী ছবি ‘বাবা, বেবি, ও’ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-এ মনোনয়ন পেয়েছে।
প্যানডেমিকের মধ্যেই তৈরি হয়েছে এই ছবি। পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। পরিবেশনার দায়িত্বে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এ ছাড়াও শোলাঙ্কি রায়, বিদীপ্তা চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, মৈনাক বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। মুখ্য আকর্ষণ দুই শিশু অভিনেতা কাইজান অবং অভিরাজ।
১৪তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮২টি দেশ থেকে ১৫০০ ছবি মনোনয় পেয়েছে। তার মধ্যে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে গর্বের। ১৫টি দেশ থেকে ২৮জন জুরি সদস্য প্রথম তালিকার জন্য বেছে নিয়েছেন ১৮২ টি ছবি। ৫২টি দেশ থেকে নেওয়া এই ১৮২টি ছবি ১০টি বিভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে জায়গা করে নিয়েছে ‘বাবা, বেবি, ও’।
এই সাফল্যে অরিত্র বললেন, “এত বড় চলচ্চিত্র উৎসবে আমাদের ছবি জায়গা করে নিয়েছে এটা সত্যিই আনন্দের। আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা ছবিটার সাফল্য। আসলে ছবিটা যে গল্প বলছে তা সামাজিক ভাবে অত্যন্ত প্রাসঙ্গিক। আমার মনে হয় বাংলার বাইরের দর্শকের কাছেও ছবিটা পৌঁছনো উচিত।”
এই খবরে অত্যন্ত আনন্দিত নন্দিতা এবং শিবপ্রসাদ। শিবপ্রসাদের কথায়, “উইনডোজ পরিবারের জন্য এটা গর্বের মুহূর্ত। ছবিটা রোম্যান্টিক কমেডি। এখনকার সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিত। যেখানে ঐতিহ্যশালী পরিবার প্রথা অনেকটা পিছনের সারিতে চলে যাচ্ছে। সিঙ্গল পেরেন্টহুড বেছে নিচ্ছেন অনেকে। আমরা ছবিটা নিয়ে অত্যন্ত আশাবাদী।”
আরও পড়ুন, Tollywood News: এটি এক অভিনেত্রীর ছোটবেলার ছবি, কে বলুন তো?