AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খোকা চললেন মেলবোর্ন! সঙ্গী অপু, সৌমিত্র, সুজাতারাও

শাবানা আজমি-দিব্যা দত্ত-স্বরা ভাস্কর অভিনীত শির কোরমা দেখানো হবে মেলবোর্নের উৎসবে। দেখে নিন কোন কোন বাংলা ছবি আছে তালিকায়। 

খোকা চললেন মেলবোর্ন! সঙ্গী অপু, সৌমিত্র, সুজাতারাও
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 6:26 AM
Share

এবার মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিতে চলেছে একাধিক বাংলা ছবি। বিদেশের মাটিতে ভারতীয় চলচ্চিত্র উৎসবের সংখ্যা কম নয়। কিন্তু মেলবোর্নের উৎসবের দিকে তাকিয়ে থাকেন সিনেমা নির্মাতারা। বহু ভারতীয় ছবি জায়গা করে নিয়েছে এবারের উৎসবে। শাবানা আজমি-দিব্যা দত্ত-স্বরা ভাস্কর অভিনীত শির কোরমা দেখানো হবে মেলবোর্নের উৎসবে। দেখে নিন কোন কোন বাংলা ছবি আছে তালিকায়।

তাসের ঘর – সুদীপ্ত রায় পরিচালিত ‘তাসের ঘর’ ছবিটি জায়গা করে নিয়েছে মেলবোর্নে। ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও যুধাজিৎ সরকার। লকডাউনে এক একাকী মহিলার আত্মপরিচয় রক্ষার গল্প বলেছিল ছবিটি।

দ্বিতীয় পুরুষ – সৃজিত মুখোপাধ্যায়ের স্পিন অফ ছবি। বাইশে শ্রাবণ ছবির স্পিন অফ। ছবির নাম ‘দ্বিতীয় পুরুষ’। অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ, রাইমা সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল কলকাতায়।

অভিযাত্রিক – শুভ্রজিৎ মিত্রর ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পাতার গল্প নিয়ে তৈরি ছবিটি। অপু ও কাজল, অর্থাৎ বাবা-ছেলের গল্প বলে ‘অভিযাত্রিক’। ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, আয়ুষ্মান মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দীতিপ্রিয়া রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র।

অভিযান – সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। সেখানে অভিনয় করেছেন স্বয়ং সৌমিত্র। অল্প বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারাও।

আরও দুটি ছবি মনোনীত হয়েছে উৎসবে। একটি অশ্রুজিৎ নন্দীর ‘পলাশ কথা’। অন্যটি স্বল্প দৈর্ঘের ছবি ‘ডাস্ক অ্যান্ড মিল’। পরিচালনা করেছেন উজ্জ্বল পাল ও অভিরূপ বসু।

আরও পড়ুনদেবের সঙ্গে কিশমিশ খাওয়ার ছবি পোস্ট ঋতুপর্ণার; বললেন, ‘সামনেই দারুণ কিছু আসতে চলেছে’

আরও পড়ুন: ‘পয়সার জন্য ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছেন, নগ্ন হয়ে অভিনয় করছেন,’ রাজ কুন্দ্রা কেসে রাধিকাকে তোপ নেটিজেনদের