Biswanath Basu: বিয়েতে যৌতুক পাওয়া গাড়ি চুরি গেল বিশ্বনাথের!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 10, 2021 | 8:49 PM

ত ২১ বছর ধরে বাংলার দর্শককে বিনোদন দিচ্ছেন বিশ্বনাথ। কখনও মঞ্চ, কখনও টেলিভিশন, কখনও বা সিনেমার পর্দায় বিশ্বনাথকে দেখেছেন দর্শক...

Biswanath Basu: বিয়েতে যৌতুক পাওয়া গাড়ি চুরি গেল বিশ্বনাথের!
বিশ্বনাথ বসু।

Follow Us

বিশ্বনাথ বসু। টলিউডের অন্যতম সফল অভিনেতা। বহু স্ট্রাগলের পর নিজের পায়ের তলার জমি শক্ত করে নিতে পেরেছেন তিনি। তাঁর কাজ পছন্দ করেন দর্শক। সেই বিশ্বনাথের গাড়ির শখ প্রবল। শখ পূরণ হলেও ঘটল বিপত্তি! শ্বশুরের কাছ থেকে পাওয়া সাধের গাড়ি চুরি হয়ে গেল হঠাৎই।

না, বাস্তবে নয়। রিল দুনিয়ায় এমনই এক গাড়ি চুরির গল্প বলতে আসছেন অভিনেতা। ছবির নাম ‘গাড়ির যত্ন নিন’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিশ্বনাথ। গল্পের প্লট বলছে, গাড়ি কেনার প্রবল ইচ্ছে পূরণ করতে বড়লোক বাবার আদুরে মেয়েকে বিয়ে করেন বিশ্বনাথ। কিন্তু হঠাৎই একদিন ডিনারে গিয়ে বিপত্তি। গাড়ি হয়ে যায় চুরি। তারপর কী হয়, বিশ্বনাথ কী খুঁজে পান তাঁর সাধের গাড়িখানা? এ নিয়েই গল্প। পরিচালনায় জিৎ চক্রবর্তী। ছবিতে বিশ্বনাথ ছাড়াও রয়েছেন অভিনয় করছেন বুলবুলি পাঁজা, অশোক কুমার,রূপা ভট্টাচার্য,অরিত্র গাঙ্গুলী, আরিয়া এবং মুসকানসহ অনেকেই। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন ‘প্রেম পড়া বারণ’ খ্যাত রণজয় ভট্টাচার্য। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরই মুক্তি পাবে ছবিটি।

গত ২১ বছর ধরে বাংলার দর্শককে বিনোদন দিচ্ছেন বিশ্বনাথ। কখনও মঞ্চ, কখনও টেলিভিশন, কখনও বা সিনেমার পর্দায় বিশ্বনাথকে দেখেছেন দর্শক। আশীর্বাদ করেছেন। সেই আশীর্বাদই অভিনেতার এগিয়ে যাওয়ার পাথেয়। ইন্ডাস্ট্রিতে ২১ বছর পূর্ণ করে ফিরে দেখলে দর্শকের আশীর্বাদ, ভালবাসার কাছে মাথা নত হয়ে আসে বিশ্বনাথের।

দীর্ঘ কেরিয়ারে বহু ভাললাগার মুহূর্ত এসেছে। যা বিশ্বনাথের সারা জীবনের সঞ্জয়। তবে একটি দিনের কথা তিনি কখনও ভুলবেন না। এ প্রসঙ্গে TV9 বাংলাকে বিশ্বনাথ আগেই বলেছিলেন, “বিজয়া রায় ডেকে পাঠিয়েছিলেন। ‘ধ্যাততেরিকা’ সিরিয়ালের সময়। আমি গিয়েছিলাম। উনি তখন শয্যাশায়ী। হেসেছিলেন আমাকে দেখে, খেতে দিতে বলেছিলেন। এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে।” তাঁর আসন্ন ছবি দর্শক মহলে কতটা প্রভাব ফেলতে পারে তা সময়ই বলবে।

Next Article