‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক, কী হল প্রাপ্তিযোগ?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 27, 2021 | 5:53 PM

Bengali Movie: ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ টোরোন্টো ইন্টারন্যাশনাল উইমেন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হল।

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক, কী হল প্রাপ্তিযোগ?
ছবির দৃশ্যে ঋতাভরী।

Follow Us

এক মহিলা পুরোহিতের গল্প পর্দায় বুনেছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ঋতাভরী চক্রবর্তীর অভিনয় সে ছবিকে প্রাণ দিয়েছিল। সেই ছবি অর্থাৎ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ টোরোন্টো ইন্টারন্যাশনাল উইমেন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হল। ছবির মুকুটে নতুন পালক। স্বাভাবিক ভাবেই খুশি গোটা টিম।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে অরিত্র বললেন, “এই মাসেই টোরোন্টোতে দেখানো হয়েছে আমাদের ছবি। আমি এখন লোকেশন দেখতে আউটডোরে। আমার সঙ্গে যারা রয়েছে, তারাও ওই ছবির অংশ। সকলে মিলে যখন ভাল খবরটা পেলাম, সেই খুশির কথা বলে বোঝানো যাবে না। আসলে ছবিটা রিলিজের পর যখন করোনার কারণে সিনেমা হল বন্ধ হয়ে গেল, খুব মন খারাপ হয়েছিল। পরে আবার রিলিজ করেছিল। তখনও কিছু মানুষ দেখেছেন। তবে ইফিতে পাওয়া, টোরেন্টোতে পাওয়া, ওই দুঃখটা ভুলিয়ে দিচ্ছে বলতে পারেন। কৃতিত্ব পুরো টিমের আর অবশ্যই আমাদের স্ট্রাইকার, ঋতাভরীর।”

ভারতীয় সমাজে এখনও পর্যন্ত মহিলা পুরোহিতদের তেমন ভাবে গ্রহণ করা হয়নি। তাঁদের কাজ এখনও চ্যালেঞ্জিং। এই ছবির গল্পের সূত্রেই বারবার উঠে এসেছে বাস্তবের মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের নাম। ঋতাভরী ছাড়াও সোহম মজুমদার, সোমা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, মানসী সিনহা, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। লকডাউনের আগে বক্স অফিসে ভাল পারফর্ম করছিল ছবিটি। কিন্তু লকডাউনে স্বাভাবিক ভাবেই ব্যবসার ক্ষতি হয়। পরে ফের মুক্তি পেয়েছিল ছবিটি। বাঙালি দর্শক এ ছবির প্রশংসা করেছেন।

এ ছবির প্রযোজক সংস্থা উইনডোজ। যেখানে অরিত্রর সিনেমা কেরিয়ারের বেড়ে ওঠা। তাঁর দুই মেন্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ও এই সাফল্যে খুশি।

আরও পড়ুন, কঙ্গনা নন, বায়োপিকের জন্য জয়ললিতা অন্য অভিনেত্রীকে পছন্দ করেছিলেন!

Next Article