কঙ্গনা নন, বায়োপিকের জন্য জয়ললিতা অন্য অভিনেত্রীকে পছন্দ করেছিলেন!

J Jayalalithaa: ১৯৯৯-এ সিমি গারেওয়ালের একটি শোয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বায়োপিকের জন্য তাঁর পছন্দের অভিনেত্রীর কথা জানিয়েছিলেন জয়ললিতা।

| Edited By: | Updated on: Jul 27, 2021 | 5:16 PM
ভারতীয় রাজনীতির ইতিহাসে জয়ললিতা অন্যতম নাম। তাঁর বায়োপিক ‘থালাইভি’তে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু জয়ললিতার নিজের নাকি বায়োপিকের জন্য অন্য এক অভিনেত্রীকে পছন্দ ছিল?

ভারতীয় রাজনীতির ইতিহাসে জয়ললিতা অন্যতম নাম। তাঁর বায়োপিক ‘থালাইভি’তে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু জয়ললিতার নিজের নাকি বায়োপিকের জন্য অন্য এক অভিনেত্রীকে পছন্দ ছিল?

1 / 7
২০১৬-এ প্রয়াত হন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯৯৯-এ সিমি গারেওয়ালের একটি শোয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বায়োপিকের জন্য তাঁর পছন্দের অভিনেত্রীর কথা জানিয়েছিলেন জয়ললিতা।

২০১৬-এ প্রয়াত হন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯৯৯-এ সিমি গারেওয়ালের একটি শোয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বায়োপিকের জন্য তাঁর পছন্দের অভিনেত্রীর কথা জানিয়েছিলেন জয়ললিতা।

2 / 7
যদিও ওই সাক্ষাৎকারে জয়ললিতা স্পষ্ট জানান, তাঁর বায়োপিক তৈরি হোক, এটা তিনি চান না। কিন্তু সিমি ফের ওই প্রশ্ন করায় পছন্দের অভিনেত্রীর কথা প্রকাশ্যে জানান ওই রাজনীতিবিদ।

যদিও ওই সাক্ষাৎকারে জয়ললিতা স্পষ্ট জানান, তাঁর বায়োপিক তৈরি হোক, এটা তিনি চান না। কিন্তু সিমি ফের ওই প্রশ্ন করায় পছন্দের অভিনেত্রীর কথা প্রকাশ্যে জানান ওই রাজনীতিবিদ।

3 / 7
১৯৯৯-এ জয়ললিতা বলেছিলেন, “আমার মনে হয় আমার বায়োপিক তৈরি হলে অল্প বয়সের লুকে ঐশ্বর্যা রাই যথার্থ। কিন্তু আমি এখন যেমন, বা ভবিষ্যতে যেমন হব, সেটা অভিনয় করা কিছুটা কঠিন।”

১৯৯৯-এ জয়ললিতা বলেছিলেন, “আমার মনে হয় আমার বায়োপিক তৈরি হলে অল্প বয়সের লুকে ঐশ্বর্যা রাই যথার্থ। কিন্তু আমি এখন যেমন, বা ভবিষ্যতে যেমন হব, সেটা অভিনয় করা কিছুটা কঠিন।”

4 / 7
শুধু নিজের বায়োপিকের জন্য জয়ললিতার ঐশ্বর্যাকে পছন্দ ছিল, তা নয়। সবচেয়ে সুন্দরী অভিনেত্রী হিসেবেও তিনি ঐশ্বর্যার নামই করেছিলেন।

শুধু নিজের বায়োপিকের জন্য জয়ললিতার ঐশ্বর্যাকে পছন্দ ছিল, তা নয়। সবচেয়ে সুন্দরী অভিনেত্রী হিসেবেও তিনি ঐশ্বর্যার নামই করেছিলেন।

5 / 7
জয়ললিতার ওই সাক্ষাৎকারের প্রায় দু’দশক পরে ‘থালাইভি’র ঘোষণা করেন কঙ্গনা। তিনি অবশ্য জয়ললিতার ওই সাক্ষাৎকারের ভিত্তিতে পছন্দের কথা জানেন কি না, প্রকাশ্যে জানাননি।

জয়ললিতার ওই সাক্ষাৎকারের প্রায় দু’দশক পরে ‘থালাইভি’র ঘোষণা করেন কঙ্গনা। তিনি অবশ্য জয়ললিতার ওই সাক্ষাৎকারের ভিত্তিতে পছন্দের কথা জানেন কি না, প্রকাশ্যে জানাননি।

6 / 7
কঙ্গনার ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে অনস্ক্রিন জয়ললিতার ভূমিকায় অভিনয় করতে তিনি প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

কঙ্গনার ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে অনস্ক্রিন জয়ললিতার ভূমিকায় অভিনয় করতে তিনি প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

7 / 7
Follow Us: