Tolly Actor: এভাবে বদলে গেল মুখ! চিনতে পারছেন বাংলা ছবির এই নায়ককে?
Tolly Actor: কমেডি ছবিতে তিনি সাবলীল। তাঁর ভক্তসংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি নিজের ছবি হিট হয়নি। সে নিয়ে নিজের মজা নিজেই করেছেন তিনি। হলে মাছি উড়ছে বলেছেন অকপটে। সেই তারকাই ফের নিজেকে নিয়ে করলেন মজাদার পোস্ট। চিনতে পারছেন বাংলা সিনেমার এই নায়ককে?
কমেডি ছবিতে তিনি সাবলীল। তাঁর ভক্তসংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি নিজের ছবি হিট হয়নি। সে নিয়ে নিজের মজা নিজেই করেছেন তিনি। হলে মাছি উড়ছে বলেছেন অকপটে। সেই তারকাই ফের নিজেকে নিয়ে করলেন মজাদার পোস্ট। চিনতে পারছেন বাংলা সিনেমার এই নায়ককে?
আপনাকে কিছু হিন্ট দেওয়া যাক—
সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সেই প্রযোজনা সংস্থার হাইবাজেট এক ছবি মুক্তি পাবে আগামী বছরই। নায়ক এমনিতে বেজায় রসিক। না কলকাতার ছেলে তিনি নন। বাড়ি বর্ধমানে। তাঁকে নিয়ে অতীতে এক জনপ্রিয় ইউটিউবারের বাকবিতন্ডার খবর অনেকেই জেনে থাকবেন। কী? আন্দাজ করতে পারলেন কিছুটা? আরও কিছু ক্লু লাগবে নাকি? প্রায় ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক আছেন তিনি। হবু স্ত্রীও কিন্তু অভিনেত্রী। দু’জনের সম্পর্কের সমীকরণ একেবারে দেখার মতো। বুঝতেই পারছেন, কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, অভিনেতা অঙ্কুশ হাজরা। মুখে ফিল্টার লাগিয়ে মজার পোস্ট করেছেন অঙ্কুশ। তাঁকে দেখে হাসি কিছুতেই চেপে রাখতে পারছেন না নেটিজেনরা। নিজের ফিল্টার করা ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, “একটা ব্যস্ত দিনে শুটিংয়ের পর অবশেষে নিজের মেকআপ তুললাম। এখন একটু রিল্যাক্স করলাম।” হনুমানের ফিল্টার ব্যবহার করে নিজেকে নিয়ে মজা করতেই বন্ধু মিমি চক্রবর্তীর টিপ্পনি, “এটাই তোর আসল মুখ”। অন্যদিকে হাসি চেপে রাখতে পারেননি আর এক বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। অঙ্কুশ যে এরকম করতেই থাকেন সে বিষয়ে যে কম-বেশি অবগত তাঁরাও।
View this post on Instagram