তাঁরই জন্য সংসার তছনছ, নিত্য গালাগাল! মিঠুন চক্রবর্তীর বড় বৌমাকে চেনেন?

এই বড়দিনেই ছবি মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর। 'কাবুলিওয়ালা'র মধ্যে দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। মিঠুন সন্তানদের প্রায় সকলেই চেনেন। কিন্তু তাঁর বড় বৌমা ?

| Updated on: Dec 29, 2023 | 9:37 PM
 এই বড়দিনেই ছবি মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর। 'কাবুলিওয়ালা'র মধ্যে দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। মিঠুন সন্তানদের প্রায় সকলেই চেনেন। কিন্তু তাঁর বড় বৌমা ?

এই বড়দিনেই ছবি মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর। 'কাবুলিওয়ালা'র মধ্যে দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। মিঠুন সন্তানদের প্রায় সকলেই চেনেন। কিন্তু তাঁর বড় বৌমা ?

1 / 8
চেনেন তাঁকে? জানেন তাঁর জন্যই 'অনুপমা'র পরিবারে নিত্য অশান্তি। সংসার প্রায় ভাঙতে বসেছে। কে তিনি? কী তাঁর পরিচয়?

চেনেন তাঁকে? জানেন তাঁর জন্যই 'অনুপমা'র পরিবারে নিত্য অশান্তি। সংসার প্রায় ভাঙতে বসেছে। কে তিনি? কী তাঁর পরিচয়?

2 / 8
মিঠুনের বৌমাও কিন্তু পেশায় একজন অভিনেত্রী। মাদালসার জন্ম ১৯৯১ সালে। তাঁর বাবা সুভষা শর্মা পেশায় প্রযোজক ও পরিচালক। অন্যদিকে মা শিলা শর্মা অভিনেত্রী।

মিঠুনের বৌমাও কিন্তু পেশায় একজন অভিনেত্রী। মাদালসার জন্ম ১৯৯১ সালে। তাঁর বাবা সুভষা শর্মা পেশায় প্রযোজক ও পরিচালক। অন্যদিকে মা শিলা শর্মা অভিনেত্রী।

3 / 8
ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা এই নায়িকার। পড়েছেন মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে। এই মুহূর্তে তাঁর বয়স ৩২ বছর।

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা এই নায়িকার। পড়েছেন মুম্বইয়ের মিঠিবাই কলেজ থেকে। এই মুহূর্তে তাঁর বয়স ৩২ বছর।

4 / 8
ছোট থেকে অভিনয়ের ইচ্ছে ছিল। নমিত কাপুরের অভিনয় স্কুল থেকে শিখেছেন সবটা। শুধু কি তাই? নাচেও রয়েছে বিশেষ তালিম।

ছোট থেকে অভিনয়ের ইচ্ছে ছিল। নমিত কাপুরের অভিনয় স্কুল থেকে শিখেছেন সবটা। শুধু কি তাই? নাচেও রয়েছে বিশেষ তালিম।

5 / 8
মাদালসা নাচ শিখেছেন গণেশ আচার্য ও শ্যামক ডাভারের কাছে। ২০১৮ সালে মিঠুনের বড় ছেলে মিমোকে বিয়ে করেন তিনি।

মাদালসা নাচ শিখেছেন গণেশ আচার্য ও শ্যামক ডাভারের কাছে। ২০১৮ সালে মিঠুনের বড় ছেলে মিমোকে বিয়ে করেন তিনি।

6 / 8
তবু কেন তাঁকে সহ্যই করতে পারেন না নেটিজেনদের একটা বড় অংশ? কারণ, তাঁর অভিনয়। হিন্দি সিরিয়াল 'অনুপমা'র ভিলেন তিনি।

তবু কেন তাঁকে সহ্যই করতে পারেন না নেটিজেনদের একটা বড় অংশ? কারণ, তাঁর অভিনয়। হিন্দি সিরিয়াল 'অনুপমা'র ভিলেন তিনি।

7 / 8
 শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি সংস্করণ 'অনুপমা'য় তিনিই জুন আন্টি। বাকিটা ধারণ করে নিতেই পারছেন! গালিগালাজ শুনতে হয় রোজ। যদিও সেটিকে প্রাপ্তি হিসেবেই নিয়ে থাকেন মাদালসা।

শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি সংস্করণ 'অনুপমা'য় তিনিই জুন আন্টি। বাকিটা ধারণ করে নিতেই পারছেন! গালিগালাজ শুনতে হয় রোজ। যদিও সেটিকে প্রাপ্তি হিসেবেই নিয়ে থাকেন মাদালসা।

8 / 8
Follow Us: