Jeet-Srijit: টলিউডেও করোনার হানা, আক্রান্ত সৃজিত-জিৎ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 01, 2022 | 10:11 PM

আবারও করোনা আছড়ে পড়ছে গোটা দেশে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ।

Jeet-Srijit: টলিউডেও করোনার হানা, আক্রান্ত সৃজিত-জিৎ
জিৎ-সৃজিত।

Follow Us

বছর শুরু হল নিভৃতবাসকে সঙ্গী করেই। করোনা আক্রান্ত হলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।  আপাতত দুজনেই আইসোলেশন রয়েছেন।

জিৎ জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। শরীর মোটের উপরে ভালই। নিজেকে আলাদা করে রেখেছেন। ডাক্তারের নির্দেশমতো যাবতীয় নিয়ম মেনে চলছেন তিনি। পাশাপাশি তাঁর অনুরোধ, “বিগত বেশ কিছু দিনে যদি কেউ আমার সংস্পর্শে আসেন তবে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।” অন্যদিকে সৃজিতের তরফে জানা যাচ্ছে, তিনিও এই মুহূর্তে নিভৃতবাসে। গত ৭২ ঘণ্টায় যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি পরিচালকের।

আবারও করোনা আছড়ে পড়ছে গোটা দেশে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ। গোটা দেশের সার্বিক করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৬ হাজার ৭৬৪ জন। একদিনে করোনার বলি হয়েছেন ৪৬০ জন।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। রাজধানীর সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেজরীওয়াল সরকারের তরফে। একই সঙ্গে মুম্বইয়েও সিনেমা হল চলছে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে। এ রাজ্যেও করোনা পরিস্থিতি বেশ চিন্তার। জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আবারও বিধিনিষেধ, সূত্র মারফৎ জানা যাচ্ছে তেমনটাই। বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বার, রেস্তোরাঁ, সিনেমা হলও। করোনায় আক্রান্ত হয়েছেন একগুচ্ছ তারকাও। সেই তালিকায় এবার নয়া সংযোজন।

Next Article
Ankush-Oindrila-Paran-Tonic: ‘দেবের সঙ্গে টনিক করেছ, আমার সঙ্গে জেলুসিল হলেও করতে হবে তোমাকে’, পরাণকে বলেছেন অঙ্কুশ
Tollywood: ভরা পৌষেই বিয়ে সারলেন খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু, পাত্রী কে?