বাংলার চলচ্চিত্রে ফের নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭। বাবকে নিয়ে কথা বললেন তাঁর কন্যা অলোকানন্দা দাশগুপ্ত।
এই মুহূর্তে আমার আলাদা করে কিছু বলার পরিস্থিতিতে নেই…উনি একজন মহীরূহ ছিলেন এবং আজীবন তা-ই থাকবেন। কিন্তু তার চেয়েও বড় আমার এবং বোন রাজেশ্বরী দাশগুপ্তর কাছে ছিলেন একজন যত্নশীল পিতা । যিনি সবসময় মিউজিক এবং সিনেমা জগতে আমাদের সাফল্যে সবসময় গর্ববোধ করতেন। আমি ভাগ্যবান যে আমি ওঁর সঙ্গে কাজ করতে পেরেছি। উনি একজন জিনিয়াস…একজন মহীরূহ। একজন মানুষ কখনও পিছপা হননি…কোনওদিন নিজের শিল্পে কখনও কম্প্রোমাইজ করেননি। বিরাট মনের মানুষ ছিলেন বাবা…শেষদিন পর্যন্ত যুদ্ধ করে গিয়েছেন।