সাতপাকে বাঁধা পরলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়

অফ হোয়াইট, গোলাপি কম্বিনেশনের শাড়ি। সোনার গয়না। গলায় ফুলের মালার সাজ। সোশ্যাল মিডিয়ায় দিদির এ হেন ছবি শেয়ার করেছেন শুভশ্রী স্বয়ং। সিঁদুরে রাঙা দেবশ্রীর লাজুক হাসিই বলে দিচ্ছে তিনি কতটা খুশি।

সাতপাকে বাঁধা পরলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়
নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 7:39 PM

দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly)। অভিনেত্রী (Actress) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) দিদি হিসেবেই তাঁকে এতদিন চিনতেন ইন্ডাস্ট্রির কাছের মানুষরা। কিছুদিন আগে রাজর্ষি দের পরিচালনায় ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সে ছবি এখনও মুক্তি পায়নি। তবে অভিনেত্রী হিসেবে দেবশ্রীর কাজ নিয়ে কনফিডেন্ট পরিচালক। এ হেন দেবশ্রী বিয়ে করলেন।

অফ হোয়াইট, গোলাপি কম্বিনেশনের শাড়ি। সোনার গয়না। গলায় ফুলের মালার সাজ। সোশ্যাল মিডিয়ায় দিদির এ হেন ছবি শেয়ার করেছেন শুভশ্রী স্বয়ং। সিঁদুরে রাঙা দেবশ্রীর লাজুক হাসিই বলে দিচ্ছে তিনি কতটা খুশি।

শুভশ্রী লিখেছেন, ‘আগলে রাখা কিছু মুহূর্ত নিয়ে নতুন সূচনা হল। নতুন জার্নি। তোমাদের সব আশা, সব স্বপ্ন পূর্ণ হোক। ভালবাসি দিদি। সব সময় ভাল থাক।’

দেবশ্রী বিয়ে করলেন অমিত ভাটিয়াকে। তিনিও দেবশ্রীর ছবি শেয়ার করে ‘মিসেস ভাটিয়া’ বলে সম্বোধন করেছেন। অন্যদিকে পরিবারের নতুন সদস্য জামাইবাবুকে স্বাগত জানিয়েছেন শুভশ্রীও।

করোনা পরিস্থিতির কারণে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে করেন অমিত এবং দেবশ্রী। তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরাও।

আরও পড়ুন, ‘অভ্যেসই পারফরম্যান্স ভাল করবে’, কোন অভ্যেসের কথা বলছেন সুজান?