মাস কয়েক আগেই রুক্মিণীর সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন দেব। ফিরে এসে শুরু করেন ‘কিশমিশ’ ছবির শুটিং। কিন্তু বেড়াতে গেলেও দেব-রুক্মিণী এক ফ্রেমে থাকেননি। দর্শনধারীরাই আঁচ করে নেন একা নন, দোকায় বেড়াতে গিয়েছে ‘তারকা কাপল’। একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন। একই ফ্রেমে ছবি তুলেছেন। কিন্তু ছবিতে একসঙ্গে ছিলেন না। নর্দার্ন লাইটসের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা গেল। যে স্পটে দাঁড়িয়ে রুক্মিণী ছবি পোস্ট করেছেন, ১৫-১৬ ঘণ্টা পর একই জায়গায় তোলা ভিডিয়ো পোস্টেছেন দেব।
আর্কটিক সার্কেল এক আশ্চর্য জায়গা। প্রচুর ঠান্ডা সেখানে। দীপাবলিতে সেখানেই কাটালেন দেব-রুক্মিণী। দেখলেন জীবন্ত আগ্নেয়গিরি। আগুন নেই তাতে। আছে বরফ। ফোয়ারার মতো আগুন ছিটকে আসছে উপর থেকে। ঠিক যেমন সাদা রঙের শীতল তুবড়ি। বলে-কয়ে তো আসে না। ভাগ্যবানরাই চাক্ষুষ করেন। যেমনটা করলেন দেব-রুক্মিণী।
সেই ভিডিয়ো দু’জনেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে দেব লিখেছেন, “থার্মাল গিজ়ার, আগ্নেয়গিরি, বরফ, গ্লেশিয়ার, ঝর্ণা, নর্দার্ন লাইটস, ভূমিকম্প ও আরও অনেক কিছুর ভূমি থেকে জানাই শুভ দীপাবলি।”