Anushka-Virat: “এই ফটোর জন্য কোনও ফিল্টারের দরকার নেই, এভাবেই তো তুমি জীবন কাটাও”, জন্মদিনে বিরাটকে ভালবাসায় ভরালেন অনুষ্কা
বাবা-মা হওয়ার পর প্রথম জন্মদিন বিরাটের। তাই অনুষ্কার পোস্টে মন ছুঁয়ে যাবে আপনারও।
৩৩ বছর বয়সে পা দিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মার স্বামী। তাই স্বামীর জন্মদিনে তাঁর জন্য প্রাণ খুলে অনুষ্কা লিখলেন একটি পোস্ট। সঙ্গে সুন্দর ছবিও দিলেন জুড়ে।
বিরাট-অনুষ্কা এমন কাপল, যাঁরা একে-অপরকে নিয়ে লম্বা পোস্ট কখনওই দেন না। কিন্তু এবার বাবা-মা হওয়ার পর প্রথম জন্মদিন বিরাটের। তাই অনুষ্কার পোস্টে মন ছুঁয়ে যাবে আপনারও।
View this post on Instagram
অনুষ্কা লিখেছেন, “এই ফটোর জন্য কোনও ফিল্টারের দরকার নেই। এভাবেই তো তুমি জীবন কাটাও। তোমার ভিতরটা সততা দিয়ে তৈরি। তোমার মধ্যে আছে ইস্পাতের সাহস। সেই সাহস সব দ্বিধা দূর করে দেয়। অন্ধকার জায়গা থেকে তুমি নিজেকে যেভাবে তুলে ধরো, আর কাউকে তেমনটা করতে দেখিনি। নিজের মধ্যে কোনও কিছুই ধারণ করে রাখো না তুমি। ফলে সব কাজে তুমি উন্নতি করছ। আমি জানি, আমরা সোশ্যাল মিডিয়ায় একে-অপরের ব্যাপারে এভাবে কথা বলি না কখনও। কিন্তু আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে তুমি একজন অসাধারণ মানুষ। তাঁরা সত্যিই ভাগ্যবান, যাঁরা তোমাকে সত্যিকারের চেনে। সবকিছু আরও বেশি সুন্দর, আরও বেশি উজ্জ্বল করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন কিউটনেস।”
বিরাটের মতো ক্রিকেটীয় হতে চলেছে অনুষ্কার জীবনও। তাঁকেও দেখা যাবে বাইশ গজে। বাঙালি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে ঝুলনের চরিত্রে দেখা যাবে অনুষ্কাকে। সেই প্রস্তুতিও নিয়ে ফেলেছেন অনুষ্কা। তবে সম্প্রতি অভিনয় থেকে প্রযোজনায় বেশি মন দিয়েছেন তিনি। তাঁর ছবি ও ওয়েব সিরিজ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। ওটিটি প্ল্য়াটফর্মের জন্য তৈরি করেছেন ‘পাতাল লোক’ ও ‘বুলবুল’। ইরফান খানের পুত্র বাবিলকে লঞ্চ করছেন তিনিই। ছবির নাম ‘কালা’।
আরও পড়ুন: Sreelekha Mitra: সারমেয় নিয়ে ফের কটাক্ষের মুখে শ্রীলেখা, বিক্রি করতে চাইছেন নিজের বাসভবন