সোশ্যাল মিডিয়ায় বিয়ের থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি শ্বশুরবাড়িতে এসে দুই ননদের সঙ্গে আনন্দ করছেন। অন্য ছবিতে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি শেয়ার করার পর ক্যাপশনের ভুল সংশোধন করতে হয়েছে দেবলীনাকে। ছবিতে দেখা যাচ্ছে, দেবলীনা ও তাঁর স্বামী, তথা অভিনেতা ও উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী এসে তাঁদের হাতে তুলে দিচ্ছেন উপহার। দেবলীনা প্রথমে ক্যাপশনে লিখেছিলেন, “যখন রাজ্যের প্রধান আমাদের বিশেষ দিনে আশীর্বাদ করতে এসেছিলেন…” (When the Head of the State was present to bless you on your special day..)
দেবলীনার এই পোস্ট দেখে তাঁর ভুল ক্যাপশন শুধরে দিলেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, “ম্যাম, তিনি রাজ্য সরকারের প্রধান… রাজ্যের প্রধান হলেন রাজ্য়পাল…” (Maam she is head of the state government….. head of the state is the Governor..)
কমেন্টটিই নজর এড়ায়নি দেবলীনার। একটুও সময় নষ্ট না করে তিনি শুধরে নিলেন নিজের ভুল। লিখলেন, “যখন রাজ্য সরকারের প্রধান বিশেষ দিনে আশীর্বাদ করতে আসেন…” (When the Head of the State Government was present to bless you on your special day…)। তারপর সেই ব্যক্তির উদ্দেশ্যে রিপ্লাই করে তিনি লিখেছেন, “সংশোধন করে দিয়েছি স্যার।”
দেবলীনা কুমার একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। ‘প্রাক্তন’, ‘গোত্র’, ‘সমসারা’র মতো বেশ কিছু বাংলা ছবিতে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের মেন্টরের আসনে। দেবলীনার আরও একটি পরিচয় আছে। তিনি বর্তমানে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের কন্যা।
আরও পড়ুন: রাজকাণ্ডে নির্দোষ শিল্পা; মনে করেন ‘হাঙ্গামা টু’-এর প্রযোজক রতন জৈন
ছবির মধ্যে ছবি, মার্ডার মিস্ট্রি তুলে ধরবে ‘কালিম্পং ক্রাইমস’