কোলে ওঠার তথাকথিত বয়স পার হয়েছে বহু বছর আগেই। বিয়ে করে ঘোর সংসারী তিনি। তাতে কী? বাবার সাফল্যে দেবলীনা কুমার যেন পৌঁছে গেলেন কোন এক ছোটবেলায়। বাবা দেবাশিষ কুমারের কোলে চেপেই হল তাঁর সেলিব্রেশন। নায়িকা নন, নন বিধায়কের মেয়েও, দেবলীনা তখন ‘বাপ কা বেটি’।
মঙ্গলবারেই প্রকাশ পেয়েছে পুরভোটের ফলাফল। কলকাতা রাঙা হয়েছে সবুজ আবিরে। একই চিত্র দেখা গিয়েছিল কলকাতার ৮৫ নম্বর ওয়ার্ডেও। এ বারের ভোটে ওই ওয়ার্ড থেকেই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন দেবাশিস কুমার। ৯ হাজার ৮৩৬টি ভোটে জয়লাভ করেন তিনি। ঘটনাক্রমে আজ অর্থাৎ বুধবার তাঁর জন্মদিন। কুমার পরিবারে আজ ডাবল সেলিব্রেশন। আর সেই সেলিব্রেশনেই মজেছেন দেবলীনা। বাবার কোলে চেপে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন আমার সুপারহিরো আর এই নিয়ে পাঁচ বার ভোটে জেতা কাউন্সিলার। আমি তোমার গর্বিত মেয়ে”।
শ্বশুরমশাইয়ের জন্মদিনে পোস্ট করতে ভুললেন না জামাই গৌরবও। তাঁর স্টোরিতেও দেখা গেল দেবাশিস কুমারের জন্য শুভেচ্ছা বার্তা। কয়েকদিন আগেই প্রথম বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করেছে গৌরব-দেবলীনা। মা, বাবাকে পাশে নিয়ে পোজ়ও দিয়েছেন। তবে আজকের দিনটা যে বেশ অন্যভাবেই সেলিব্রেট করতে চলেছে পুরো পরিবার সে আন্দাজ করাই যায়।
আরও পড়ুন- Dibyojyoti Dutta: ‘আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে…’, নতুন বছরেই সুখবর দিতে চলেছেন দিব্যজ্যোতি