Sujan Dasgupta Death: ‘দিন দুয়েক আগেই ওঁর সঙ্গে কথা হয়’: ‘একেনবাবু’র পরিচালক জয়দীপ

Joydeep Mukherjee: TV9 বাংলার কাছ থেকে সুজনবাবুর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে 'একেনবাবু'-র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বিস্মিত।

Sujan Dasgupta Death: 'দিন দুয়েক আগেই ওঁর সঙ্গে কথা হয়': 'একেনবাবু'র পরিচালক জয়দীপ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2023 | 2:31 PM

বুধবার সকালেই মেলে খারাপ খবর, পথচলা থেমে গেল একেনবাবু-র স্রষ্টা সুজন দাশগুপ্তর। প্রয়াত লেখক। এখবর যেন মেনে নেওয়ার নয়। শোনা মাত্রই এক কথায় চমকে উঠছেন একেনবাবু-র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। ইতিমধ্যেই সাত সফরে জনপ্রিয় সুজন দাশগুপ্তর কলমে তৈরি চরিত্র একেনবাবু। বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন লেখক। ভর্তি ছিলেন হাসপাতালেও। তবে মঙ্গলবার রাতে কলকাতার ফ্ল্যাটেই ছিলেন তিনি। স্ত্রী ছিলেন শান্তিনিকেতনে। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়, এরপরই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় লেখকের মৃতদেহ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। একেনবাবু-র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও খবর পেয়ে প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারেননি।

TV9 বাংলার কাছ থেকে সুজনবাবুর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ‘একেনবাবু’-র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বিস্মিত। প্রতিবেদককে তাঁর প্রশ্ন, “খবরটা কি সত্যি? এটা কি আদৌ হয়েছে? আমরা সবে মাত্র রাজস্থানে একেন-এর গল্পের কাজ শেষ করেছি। এর মধ্যে অন্যান্য গল্প নিয়েও আলোচনা চলছিল। এমনকি আগামি মঙ্গলবার (২৪ জানুয়ারি) ওঁর বাড়িতে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণও ছিল। এরই মধ্যে এটা কীভাবে হয়ে গেল, খবরটা বিশ্বাসই করতে পারছি না। এই দিন দুয়েক আগেই ওঁর সঙ্গে আমার কথা হয়।”

পরিবর্তী গল্প নিয়ে কি কোনও কথা এগিয়েছিল? “দেখুন, গল্প কী লিখে রেখে গিয়েছেন, সেগুলো নিয়ে সেভাবে আলোচনা কখনওই হয়নি। উনি কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন, হাসপাতালে ভর্তিও ছিলেন। আমি ছিলাম না কলকাতায়। তাই বলে এতটা খারাপ খবর শুনতে হবে, ভাবতেই পারছি না। একটু আগে পদ্মনাভ দাশগুপ্ত (চিত্রনাট্যকার) ফোন করেছিলেন। তবে নিশ্চিত কিছু করতে পারলেন না। এখন সবটা জানতে পারলাম।”