Rupanjana Mitra: নিজের নামে চার-চারটি ফেক প্রোফাইল! ‘রিপোর্ট করুন’ অনুরোধ অভিনেত্রী রূপাঞ্জনার

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 21, 2021 | 3:05 PM

অভিনয় থেকে এক লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। ‘সিঙ্গল মাদার’ রূপাঞ্জনা ছেলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অনেক কটা দিন।

Rupanjana Mitra: নিজের নামে চার-চারটি ফেক প্রোফাইল! রিপোর্ট করুন অনুরোধ অভিনেত্রী রূপাঞ্জনার
রূপাঞ্জনা।

Follow Us

একটা নয় অভিনেত্রীর নামে চার-চারটে ফেক প্রোফাইল! আজ্ঞে হ্যাঁ। টেলিভিশন-টলিউড অভিনেত্রীর রূপাঞ্জনা মিত্রর নামে চারটি ভুঁয়ো প্রোফাইল। বুধবার সকাল-সকাল চারটি প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘গুরুত্বপূর্ণ!! দয়া করে এই  ফের প্রোফাইলগুলোকে রিপোর্ট করুন। আমি ইতিমধ্যে রিপোর্ট করেছি এবং চাইছি আমার বন্ধুরা এবং অনুসরণকারীরা এই প্রোফাইলগুলিকে রিপোর্ট করে আমাকে সমর্থন করুন। আমার নামে আমার কেবল একটি প্রোফাইল এবং একটি পেজ রয়েছে।’

Tv9 বাংলার পক্ষ থেকে রূপাঞ্জনাকে ফোনে ধরা হলে, তিনি বলেন, “২০১৭ সালে আমি সাইবার সেলে অভিযোগও জানিয়েছিলাম। প্রোফাইলগুলো থেকে রাতবিরেতে আমার নাম করে ভুলভাল মেসেজও করা হত। আজ সকালে আমার বেশ কিছু বন্ধু এই চারটি প্রোফাইলের কথা আমাকে জানায়, সেই মতো আমি পোস্টটি করি।”

ছোট পর্দা থেকে এক লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। ‘সিঙ্গল প্যারেন্ট’ রূপাঞ্জনা ছেলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অনেক কটা দিন। কোভিড ভ্যাকসিন নিয়ে তিনি আবার ফিরবেন স্ক্রিনে। ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। কথাবার্তাও চলছে। কিছুদিন আগে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের ওটিটি ছবি ‘ইকির মিকির’ শেষ করলেন। মোট সাতটি চরিত্রকে নিয়ে ছবি। রয়েছেন রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার প্রমুখ। টাইটেল ট্র্যাক গেয়েছেন নিকিতা গান্ধী। এছাড়াও পলিটিক্যাল ড্রামা নিয়ে এক ওয়েব সিরিজেও কাজ করতে চলেছেন তিনি। রূপাঞ্জনার কথায়, “অনেকদিন ‘নো ওয়ার্ক’ মোডে ছিলাম। সেপ্টেম্বর মাস থেকে পুরোদস্তুর ফ্লোরে নামতে চলেছি।“

 

আরও পড়ুুন দেখুন গ্যালারি: কতটা রোমান্টিক বলিউড জুটিরা? কীভাবে প্রোপোজ করেছিলেন একে অপরকে?

Next Article