অন্য ভূমিকায় পরিচালক হরনাথ চক্রবর্তী। পর্দার পিছনে নয় এবার পর্দার সামনেও দেখা যাবে তাঁকে। শিবপ্রসাদ ও নন্দিতার ছবি ‘ফাটাফাটি’তে হরনাথ চক্রবর্তী রূপেই তাঁকে পর্দায় দেখতে পারবেন দর্শক। এ কথা টিভিনাইন বাংলাকে জানিয়েছেন পরিচালক নিজেই।
তাঁর কথায়, “শিবু বলেই রাজি হলাম। বহু বছর আগে একটি ছবিতে গেস্ট আর্টিস্ট হিসেবে অভিনয় করেছিলাম। শিবুদের ছবিতে একটা রিয়ালিটি শো’র দৃশ্য আছে। সেখানেই আমি হরনাথ চক্রবর্তী হিসেবেই উপস্থিত থাকব”। পর্দার পেছনে অভিজ্ঞতা এত দিনের। পর্দার সামনে অভিনয়ের জন্য কি পরিচালক প্রস্তুতি নিচ্ছেন? হাসতে হাসতে হরনাথের জবাব, “আমায় তো আলাদা করে কিছু করতে হচ্ছে না অনেক রিয়ালিটি শো’তে বিচারক হিসেবে উপস্থিত থেকেছি। সেই রকমটাই তো করতে হচ্ছে।”
এ বছরের মাঝামাঝি করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক। তবে আগের থেকে এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছেন তিনি। আগামী বছর ছবি পরিচালনার কথাও জানালেন তিনি। অন্যদিকে মুখ খুললেন তাঁর ছেলে হিন্দোলের পরিচালক হিসেবে ডেবিউ নিয়েও। গত বছরেই টিভিনাইন বাংলা জানিয়েছিল, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন হিন্দোল। প্রথম ছবিতেই সুপারস্টার জিতের (jeet) সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল তাঁর। হরনাথ জানালেন, প্যান্ডেমিকের কারণে প্রস্তুতি কিছুটা পিছিয়ে গেলেও সেই ছবি হবেই, প্রযোজক হিসেবে থাকবেন জিৎই।
হরনাথ চক্রবর্তীর হাতেখড়ি হয়েছিল একজন সুপারস্টারের হাত ধরেই। ১৯৮৯-এ তাপস পালকে নিয়ে তিনি তৈরি করেছিলেন ‘মঙ্গলদীপ’। ছেলেও সেই ধারা বজায় রাখতে চলেছেন। জিৎ-হরনাথ জুটি একসময় ‘সাথী’, ‘সঙ্গী’, ‘নাটের গুরু’-র মত একের পর এক হিট ছবি দিয়েছে। দু’বছর আগেও জিতকে নিয়ে তৈরি করেছিলেন ‘বাঘ বন্দি খেলা’। এবার ছেলের পালা! তার আগে অবশ্য ক্যামেরার সামনে শুটিং সেরে ফেলেছেন জনপ্রিয় এই পরিচালক।
আরও পড়ুন- Look Back 2021: ২০২১ জুড়ে টেলিপাড়ায় প্রেম ভাঙল কাদের, নতুন মা কারা, কারাই বা মন দিলেন প্রিয়জনকে?