Rachana Banerjee: ঝুমঝুম থেকে রচনা, নাম দিলেন সুখেন দাশ, তাঁকে মনে রেখেছেন রচনা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 28, 2022 | 3:03 PM

Sukhen Das-Rachana Banerjee: ২০০৪ সালে প্রয়াত হয়েছেন। তাঁর হয়ে উত্তর দিলেন সুখেন-কন্যা অভিনেত্রী ও ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত।

Rachana Banerjee: ঝুমঝুম থেকে রচনা, নাম দিলেন সুখেন দাশ, তাঁকে মনে রেখেছেন রচনা?
রচনার নাম দিয়েছিলেন সুখেন দাশ...

Follow Us

সম্প্রতি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। বাবাকে হারানোর পর অভিষেকের মতো একজন বন্ধু, একজন দাদাকে হারানোর বেদনা কাটিয়ে ওঠা তাঁর পক্ষে দুষ্কর হয়ে উঠেছে। অভিষেকের সমসময়ের জনপ্রিয় নায়িকার অনুরাগী সংখ্যা কম নয়। সাফল্যের চূড়ায় উঠেছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা। অমিতাভ বচ্চনের নায়িকাও হয়েছেন তিনি। চেহারায় কোনও পরিবর্তন ঘটেনি আজও। একসময় মিস ক্যালকাটাও হয়েছেন। কিন্তু রচনা নামে নয়। রচনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফল্যের পিছনে অনেক বড় হাত ছিল অভিনেতা-পরিচালক সুখেন দাশের। সেই সুখেন দাশকে কি মনে রেখেছেন রচনা? উত্তর খুঁজল TV9 বাংলা।

একটি টক শোতে এসে রচনা জানিয়েছিলেন, তাঁর ভাল নাম ছিল ঝুমঝুম। স্কুলের শংসাপত্র থেকে শুরু করে মিস ক্যালকাটার খেতাব… সবতেই ছিল ঝুমঝুম নামটিই। কীভাবে রচনা হলেন? রচনার বাবার বন্ধু ছিলেন সুখেন দাশ। তিনি একবার রচনাকে ছবির অফার দেন। কিন্তু তাঁর ঝুমঝুম নামটা ছিল অপছন্দ। তিনি বলেছিলেন, ‘ঝুমঝুম নামটা চলবে না, সকলে বলবে মুনমুনের মেয়ে।’

ঠিক হল রবীন্দ্র রচনাবলী থেকে খোঁজা হবে ঝুমঝুমের নাম। সুখেন দাশের হঠাৎই মনে হল, রবীন্দ্র রচনাবলী শব্দবন্ধেই লুকিয়ে আছে সেই নাম – ‘রচনা’। সেই থেকে ঝুমঝুম হয়ে গেলেন রচনা। আর রচনা হয়ে গেলেন বিখ্যাত।

সেই বিখ্যাত রচনা কি সুখেন দাশকে মনে রেখেছেন? সাফল্যের কৃতিত্ব কি ভাগ করে নেন সুখেন দাশের সঙ্গে? এই উত্তর দিতে পারতেন সুখেন দাশ নিজেই। কিন্তু তিনি আর এই পৃথিবীতে নেই। ২০০৪ সালে প্রয়াত হয়েছেন। সেই উত্তর দিলেন সুখেন-কন্যা অভিনেত্রী ও ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত। TV9 বাংলাকে তিনি, “দেয়, দেয়… রচনা বাবাকে সবসময় কৃতিত্ব দেয়। বাবাকে ভীষণ সম্মান করে। আমি যদি ‘না’ বলি মিথ্যাচার করা হবে। রচনা আগেও বাবাকে সম্মান করত। এখনও বাবাকে সম্মান করে।”

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: মানুষ তাঁকে কত ভালবাসত, বুঝে গেলেন না, বললেন রচনা

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হাসপাতালে নিয়ে গেলে অভিষেক বাঁচত, অবহেলায় মরে গেল’, গভীর শোকে বার বার বলে চলেছেন অভিষেকের নায়িকা পিয়া সেনগুপ্ত

আরও পড়ুন: EXCLUSIVE Hussain Zaidi: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সাফল্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল’, এমন কথা কেন বলেছেন ছবির কাহিনিকার হুসেন জ়াইদি?

Next Article