Subhashree Gangopadhyay: নিভৃতবাসে শুভশ্রী, নিজেকে কীভাবে ভাল রাখছেন অভিনেত্রী দেখুন সেই ঝলক

বৃহস্পতিবার রাজ তাঁর সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োতে সাদা কুর্তা-পাজামা পরে যোগা করতে দেখা যায় অভিনেত্রীকে। শুক্রবার আরও একটি ভিডিয়োতে শুভশ্রীকে ছেলে ইউভানের সঙ্গে ফেসটাইমে কথা বলতে শোনা যায়।

Subhashree Gangopadhyay: নিভৃতবাসে শুভশ্রী, নিজেকে কীভাবে ভাল রাখছেন অভিনেত্রী দেখুন সেই ঝলক
শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

| Edited By: Sneha Sengupta

Jan 07, 2022 | 3:38 PM

করোনায় আক্রান্ত হয়ে অনেকেই চলে গিয়েছেন নিভৃতবাসে। নিজের খেয়াল রাখছেন, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। কিন্তু প্রিয়জনদের থেকে দূরে থেকে কতজনই বা ভাল থাকতে পারেন। বিশেষ করে যাঁদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তাঁদের নাজেহাল অবস্থা। সন্তানকে চোখে হারাচ্ছেন তাঁরা। একই অবস্থা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সেই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তীও। সন্তান ইউভানকে ছেড়ে কোয়ারেন্টিনে আছেন দু’জনে। নিভৃতবাসে থেকেই নিজেকে কীভাবে হাসিখুশি রাখতে হয়, সেই বার্তাই দিয়েছেন শুভশ্রী।

বৃহস্পতিবার রাজ তাঁর সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োতে সাদা কুর্তা-পাজামা পরে যোগা করতে দেখা যায় অভিনেত্রীকে। শুক্রবার আরও একটি ভিডিয়োতে শুভশ্রীকে ছেলে ইউভানের সঙ্গে ফেসটাইমে কথা বলতে শোনা যায়।

এই নিয়ে কমবার অসুস্থ হলেন না শুভশ্রী। মা হওয়ার পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমবারও সন্তানের থেকে দূরে ছিলেন। দ্বিতীয়বারে স্বামীর সঙ্গে একসঙ্গে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে তাঁর পায়ে চোট লেগেছিল। ইউভান কিন্তু তাঁর মায়ের পাশেই ছিল। ছেলের মুখ দেখে মনের জোর বাড়িয়েছিলেন অভিনেত্রী। এবারও তাই করছেন, ছেলের সঙ্গে ফেসটাইমে তার ভাষাতেই কথা বলে মন শক্ত করছেন অভিনেত্রী। সেই সঙ্গে এই বার্তাও দিচ্ছেন, কীভাবে পজ়িটিভ হয়ে আরও পজ়িটিভ থাকা যায়।


আরও একটা ভাল খবর আছে। দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ নাকি মুক্তি পেতে চলেছে। শোনা যাচ্ছে, প্রযোজক রানা সরকারের সঙ্গে নাকি যাবতীয় ঝামেলার অবসান ঘটেছে অবশেষে। তাই আর অপেক্ষা নয়। শুভ কাজ দ্রুত সেরে ফেলতে চাইছেন প্রযোজক নিজেই। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে। তাঁর কথায়, “ধূমকেতু আসবে।” কিন্তু কবে? রানা জানালেন এই বছরেই। বললেন, “ভায়াকম ১৮-এর জন্য আটকে রয়েছে। তবে সেই সমস্যা দ্রুত মিটিয়ে এবছরেই আনা হবে ধূমকেতু।” যদিও টিভিনাইন বাংলার তরফে দেবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সদুত্তর দেননি।

আরও পড়ুন: Ankush-Oindrila: প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ, তবে বাহবা দিলেন নিজেকেও