Abhishek Chatterjee: ‘অভিষেক না থেকেও বাড়ির পুজোর সব আয়োজন করাচ্ছে আমাকে দিয়ে’, বললেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা
Sanjukta Chatterjee: ২০২২ সালে অভিষেকের মৃত্যুর পর সে বছর পুজোয় কলকাতায় ছিলেন না সংযুক্তা এবং ডল। পাড়ি দিয়েছিলেন কেরলে। পুজোর কয়েকটা দিন সেখানেই মা-মেয়েতে সময় কাটিয়েছিলেন। সঙ্গী ছিল অভিষেকের স্মৃতি। কিন্তু এবার তেমনটা আর হচ্ছে না।
২০২২ সালের ২৪ মার্চ হঠাৎই খবর আসে প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। মাত্র ৫৭ বছর বয়সে সক্কলকে ছেড়ে পরলোক গমন করেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার এবং বাংলার বিনোদন দুনিয়া। পরিবার বলতে অভিষেকের ছিলেন স্ত্রী সংযুক্তা এবং মেয়ে ডল। সংযুক্তা ভাল চাকরি করেন। মেয়ে লেখাপড়া করে আন্তর্জাতিক স্কুলে। অভিষেকের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তাঁরা।
২০২২ সালে অভিষেকের মৃত্যুর পর সে বছর পুজোয় কলকাতায় ছিলেন না সংযুক্তা এবং ডল। পাড়ি দিয়েছিলেন কেরলে। পুজোর কয়েকটা দিন সেখানেই মা-মেয়েতে সময় কাটিয়েছিলেন। সঙ্গী ছিল অভিষেকের স্মৃতি। কিন্তু এবার তেমনটা আর হচ্ছে না। এবার পুজোটা কলকাতাতেই থাকছেন তাঁরা। কেন না, তাঁদের বাড়িতেই পুজো হয় মায়ের। যেমনটা প্রতিবার হত। সকলকে আমন্ত্রণ পত্রও পাঠাতে শুরু করেছেন সংযুক্তা।
প্রতিবছর মায়ের পুজোর সমস্ত আয়োজন নিজে হাতেই করতেন অভিষেক। তিনি নেই। কিন্তু তিনি না থেকেও রয়ে গিয়েছেন। তেমনটাই বিশ্বাস করেন সংযুক্তা। TV9 বাংলাকে বলেছেন, “কোনওবারই আমি নিজে হাতে মায়ের পুজোর আয়োজন করি না। এবারই প্রথম। এর আগে অভিষেকই সব করত। আমি কেবল সেজেগুজে ঘুরে বেড়াতাম। এবার আমি করছি। জানি না পারব কি না। তবে এ কথা সত্যি, ও সশরীরে নেই। কিন্তু ওই সব কিছু করাচ্ছে আমাকে দিয়ে। বারবার অনুভব করাচ্ছে ওর উপস্থিতি। বাড়িতে একটা দৈবিক শক্তির উপস্থিতি টের পাচ্ছি। এটা আমার বাড়িতে যেই আসেন বুঝতে পারেন।”