Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: দুর্নিবারের পরিবার বাড়ছে, প্রথমা স্ত্রী মীনাক্ষীর পোস্টে কীসের আভাস?

Tollywood Gossip: বাবা হতে চলেছেন দুর্নিবার সাহা। বিয়ের সাত মাসের মধ্যেই সুখবর জানিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী মোহর সেন। সময় থেমে থাকে না। সে বয়ে যায় নিজের নিয়মের। বহমানতাই যে জীবন--সে তো গেল ওঁদের কথা, কেমন আছেন দুর্নিবারের প্রথমা স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়?

Tollywood Gossip: দুর্নিবারের পরিবার বাড়ছে, প্রথমা স্ত্রী মীনাক্ষীর পোস্টে কীসের আভাস?
দুর্নিবারের পরিবার বাড়ছে, প্রথমা স্ত্রীর মীনাক্ষীর পোস্টে কীসের আভাস?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 7:43 PM

বাবা হতে চলেছেন দুর্নিবার সাহা। বিয়ের সাত মাসের মধ্যেই সুখবর জানিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী মোহর সেন। সময় থেমে থাকে না। সে বয়ে যায় নিজের নিয়মের। বহমানতাই যে জীবন–সে তো গেল ওঁদের কথা, কেমন আছেন দুর্নিবারের প্রথমা স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি মোটামুক্তি সক্রিয়। শেষ পোস্ট করেছেন দু’দিন আগে। ফিকশনাল চরিত্র গ্যারি স্কটের এক উক্তি শেয়ার করে লিখেছেন, “একটা জীবন বাঁচিয়েছি। আমার নিজের জীবন। তাহলে আমাকে কি হিরো বলা যায়? কী জানি, বোধহয় হ্যাঁ”। তাঁর ওই পোস্ট কি ইঙ্গিতবাহী? পুরনো তিক্ততা কি এখনও আঁকড়ে ধরে আছেন তিনি? প্রশ্ন সাধারণের।

উল্লেখ্য, দুর্নিবার ও মোহরের বিয়ে নিয়ে যখন সামাজিক মাধ্যমে চলেছিল একের পর এক ট্রোলিং তখন জন সাধারণের একটা বড় অংশকে পাশে পেয়েছিলেন মীনাক্ষী। এই পোস্টের নীচেও সেই পাশে থাকার বার্তা নেটিজেনদের। আর মীনাক্ষী? তাঁর কী প্রতিক্রিয়া? টিভিনাইন বাংলা যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোনে অধরা।

তাঁদের বিয়ে যখন ভাঙছে তখন সে নিয়ে নীরবতাই বেছে নিয়েছিলেন মীনাক্ষী। সেভাবে মুখ খোলেননি তিনি। বরং জানিয়েছিলেন শুভেচ্ছা। তবে দুর্নিবারের বিয়ের ঠিক আগে এক পোস্ট করেছিলেন তিনি। পোস্ট না বলে বোধহয় বোমা বলা ভাল। মীনাক্ষি লিখেছিলেন, “জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়”। দুই রণবীরের চরিত্রগত ফারাক কার জানা নয়? পোস্ট নিয়ে কম কথা হয়নি। যদিও এ নিয়ে মুখ খোলেননি দুর্নিবার বা মীনাক্ষী কেউই। ঠিক যেমন এবারেও নীরবতা বজায় রেখেছেন মীনাক্ষী।