AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DEV: ওপার বাংলার ছবি ‘কমান্ডো’ থেকে সরে আসছেন দেব? জল্পনা তুঙ্গে

এর আগেই ওই ছবির একটা বড় অংশের শুট হয়েছিল কলকাতায়। বাকি অংশের কাজ দুবাই এবং বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ভিসা র সমস্যায় তা সম্ভব হয়নি। শুটিংয়ের জন্য নাকি বিদেশে গিয়ে লোকেশনও দেখে এসেছিলেন দেবসহ অনেকেই।

DEV: ওপার বাংলার ছবি 'কমান্ডো' থেকে সরে আসছেন দেব? জল্পনা তুঙ্গে
'কমান্ডো' থেকে সরে আসছেন দেব?
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 7:46 PM
Share

ছবির নাম কমান্ডো। ওপার বাংলার নামজাদা প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ায় ব্যানারে মুক্তি পাওয়ার কথা ছিল ওই ছবি। মুখ্য ভূমিকায় দেব ও ওপারের নবাগতা নায়িকা জাহারা মিতু। তবে সাম্প্রতিক খবর, সেই ছবির ভবিষ্যৎ নাকি এখন বিশ বাঁও জলে। নেপথ্যে শাপলার সঙ্গে দেবের সংস্থার মতের অমিল।

এর আগেই ওই ছবির একটা বড় অংশের শুট হয়েছিল কলকাতায়। বাকি অংশের কাজ দুবাই এবং বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ভিসা র সমস্যায় তা সম্ভব হয়নি। শুটিংয়ের জন্য নাকি বিদেশে গিয়ে লোকেশনও দেখে এসেছিলেন দেবসহ অনেকেই। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। পরবর্তীতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অবস্থার সুরাহা হয়নি। এ প্রসঙ্গে ওপার বাংলার এক সংবাদমাধ্যমকে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেছেন, “কমান্ডো নিয়ে আপডেট আরও পরে দেব। আগে আমাদের বাকি প্রজেক্টগুলো শেষ করব।” অন্যদিকে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন ডিসেম্বরে থাইল্যান্ডে নাকি শুটিং হতে পারে।

এ প্রসঙ্গে দেবের ঘনিষ্ঠ মহলের সঙ্গে কথা বলেছিল টিভিনাইন বাংলা। সেখান থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে হাতে অনেকগুলো কাজ আছে অভিনেতার। ডেট নিয়ে শাপলার বার বার পরিবর্তনেই কিছুটা অসন্তুষ্ট তিনি। যেহেতু টাইট শিডিউল এ বছর দেবের পক্ষে কোনও ভাবেই ডেট দেওয়া সম্ভব নয়। পরের বছর সম্ভব হবে কিনা তা আগে থেকে বলা যাচ্ছে না। সুতরাং ছবিটি আদপে প্রেক্ষাগৃহ অবধি পৌঁছতে পারবে কিনা তা নিয়ে কার্যত এক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দিন কয়েক আগেই দেব অভিনীত গোলন্দাজ মুক্তি পেয়েছে। দর্শক মহলে সেই ছবি বেশ প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। এদের মধ্যে রঘু ডাকাত, কিশমিশ, কাছের মানুষ উল্লেখযোগ্য।