Tolly Gossip: আসেনি স্ত্রীর শুভেচ্ছা, জিতুর জন্মদিনে ‘বিশেষ বন্ধু’র সঙ্গে গোয়ায় নবনীতা?
Jeetu-Nabanita: জিতু কিন্তু জন্মদিন কাটিয়েছেন বাড়িতেই, অন্তত টিভিনাইন বাংলাকে তিনি জানিয়েছেন তেমনটাই। তিনি বলেন, "পা কেটে গিয়েছিল, সেটা কোনওমতে সারিয়ে উঠেছি। এখন বাড়িতেই আছি।"

একই মাসে জন্মদিন তাঁদের। একজনের অগস্টের গোড়ার দিকে আর অন্যজনের একেবারে শেষ প্রান্তে এসে। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা জিতু কামাল। নবনীতা দাস কী করেন স্বামীর জন্মদিনে, তা দেখার জন্য ২৮ অগস্ট, সোমবার সকাল থেকেই নেটিজেনদের চোখ ছিল তাঁর ইনস্টাগ্রামে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত নবনীতার তরফ থেকে আসেনি শুভেচ্ছা। নবনীতা বেড়াতে গিয়েছেন, অন্তত তাঁর ইনস্টাগ্রাম সে ইঙ্গিতই দিচ্ছে। ‘উইকেন্ড ভাইব’ উপভোগ করছেন তিনি। কিন্তু কোথায়? কার সঙ্গে? জায়গার নাম উল্লেখ করেননি তিনি, একার ছবিই পোস্ট করেছেন। এ সব নিয়েই চলছে যখন হাজারো জল্পনা, তখন নেটিজেনদের একটা বড় অংশ ঘুরে এসেছেন জনৈক স্নেহাল অধিকারীর প্রোফাইল থেকেও। সামাজিক মাধ্যমে সেই স্নেহালের প্রোফাইল থেকে তোলা বেশ কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে বেড়াতে গিয়েছেন তিনিও। ‘চেক-ইন’ স্টেটাস দিয়েছেন গোয়ার এক বিলাসবহুল হোটেলে।
নেটিজেনরাই আবিষ্কার করেছেন, কাকতালীয় ভাবে স্নেহাল যে ব্যালকনি থেকে ছবি পোস্ট করেছেন, তাঁর সঙ্গে নবনীতার পোস্ট করা ছবির ব্যালকনিটির বেশ মিল রয়েছে। দুইয়ে-দুইয়ে চার করে নেটিজেনদের নিদান, সেই স্নেহালের সঙ্গেই বেড়াতে গিয়েছেন নবনীতা। তাহলে কি নবনীতাও গোয়াতেই গিয়েছেন? দু’জনের ছবির স্ক্রিনশট একত্রিত করে তা জিতুর প্রোফাইলে গিয়েও কমেন্ট বক্সে পোস্ট করে এসেছেন নেটিজেনদের কেউ-কেউ। প্রশ্ন উঠতেই পারে, কেন জনৈক স্নেহাল অধিকারীকে নিয়েই জনগণের মনে দানা বেঁধেছে গসিপ?
View this post on Instagram
উল্লেখ্য, মাস খানেক আগে ঘটে যায় এক ঘটনা। তারকেশ্বরের কাছে এক দামী গাড়ির মধ্যে নবনীতা ও তাঁর পুরুষ বন্ধুকে ঘনিষ্ঠ অবস্থায় ‘আবিষ্কার’ করেন স্থানীয় মানুষ, জানা গিয়েছিল এমনটাই। ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। পুলিশ ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় বচসা। অভিযোগ ওঠে নবনীতার ওই বিশেষ বন্ধুটি পুলিশকে গালিগালাজ করেছেন। পুলিশ সূত্র মারফৎ জানা যায়, ওই ব্যক্তিরও নাম ছিল স্নেহাল অধিকারীই।
প্রশ্ন উঠতেই পারে, সেই স্নেহালই যে এই স্নেহাল, সে বিষয়ে নেটিজেনরা নিশ্চিত কী করে হচ্ছেন? নেটিজেনদের পাল্টা যুক্তি, গোয়া বেড়াতে গিয়েছেন যে স্নেহাল নামক ব্যক্তি, তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন নবনীতা দাস। বেশ কিছু ছবিতে রয়েছে নায়িকার লাইক ও কমেন্টও। সে যাই-ই হোক, জিতু কিন্তু জন্মদিন কাটিয়েছেন বাড়িতেই, অন্তত TV9 বাংলাকে তিনি জানিয়েছেন তেমনটাই। তিনি বলেন, “পা কেটে গিয়েছিল, সেটা কোনওমতে সারিয়ে উঠেছি। এখন বাড়িতেই আছি। জন্মদিনে সবাই শুভচ্ছা জানাচ্ছেন, ভাল লাগছে।” জিতুকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কো-স্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। সবার শুভেচ্ছা ইনস্টা স্টোরিতে শেয়ার করে পাল্টা ধন্যবাদ জানাতেও ভোলেননি জিতু।
View this post on Instagram
