Tollywood: ভিন্ন ধর্মে প্রেম, শান্ত উত্তরবঙ্গে অশান্তির কালো মেঘ!

ছবির কেন্দ্রীয় চরিত্র জান্নাত। উত্তরবঙ্গের নিরিবিলি পরিবেশে তাঁর বড় হয়ে ওঠা। বাবা কোরবান আলী অবস্থাপন্ন গৃহস্থ।

Tollywood: ভিন্ন ধর্মে প্রেম, শান্ত উত্তরবঙ্গে অশান্তির কালো মেঘ!
ভালবাসার জয়গান নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও টুইস্ট?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 4:13 PM

শান্ত উত্তরবঙ্গ হঠাৎ করেই অশান্ত। ভিন ধর্মের মানুষ এতদিন যে গ্রামে শান্তিপূর্ণ সহাবস্থান করে এসেছে সেই গ্রামেই দুই মানুষকে কেন্দ্র করে অশান্তির কালো মেঘ। জাতপাতের ঊর্ধ্বে উঠে ভালবাসার জয়গান নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও টুইস্ট? এই গল্প নিয়েই আসতে চলেছে ছবি ‘জান্নাত’। পরিচালনায় নেহাল দত্ত।

ছবির কেন্দ্রীয় চরিত্র জান্নাত। উত্তরবঙ্গের নিরিবিলি পরিবেশে তাঁর বড় হয়ে ওঠা। বাবা কোরবান আলী অবস্থাপন্ন গৃহস্থ। জান্নাত ভালবাসত সুদর্শনকে। কলকাতা থেকে আইন নিয়ে পড়াশোনা করে উত্তরবঙ্গে ফিরে সুদর্শন জানতে পারে বন্ধু ফারহাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে। বন্ধুত্বের জন্য সে দূরে সরে যেতে চাইলেও ফারহাদ বাধ সাধে। সুদর্শন ও জান্নাতকে নিজের কাজে নিয়ে রাখে সে, যদিও পরিবার ও সমাজ মেনে নেয় না দুজনের সম্পর্ক।

প্রেমের জয়গান গাইতে সমাজকে অগ্রাহ্য করে ওঁরা দুজন চলে আসেন কলকাতায়। তবে এ শহরে তাঁদের জন্য অপেক্ষা করছিল আরও এক নির্মম ঘটনা। যে ঘটনায় আত্মহত্যার পথ বেছে নেয় জান্নাত। কেন? কী হয় তারপর? এ নিয়েই এগোয় ছবির প্লট। চিত্রনাট্য লিখেছেন হাসান ইমাম। নাম ভূমিকায় দেখা যাবে ধারাবাহিকের চেনা মুখ শর্মিষ্ঠা আচার্য। এ ছাড়াও অভিনয় করেছেন শুভাশিষ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, বরুণ চক্রবর্তী, শুভমসহ অন্যান্য।