AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিউডে লাগাতার কোভিডের থাবা, আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ

শুধু জিৎ নন। করনোয় আক্রান্ত হয়েছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, উপসর্গ দেখা দিয়েছে সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়েরও।

টলিউডে লাগাতার কোভিডের থাবা, আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ
জিৎ।
| Updated on: Apr 20, 2021 | 12:37 PM
Share

টলিউডে কোভিড আক্রান্তদের তালিকা দীর্ঘায়িত হল। নোভেল করোনা ভাইরাসের কবলে পড়লেন সুপারস্টার জিৎ। নিজের টুইটারে হ্যান্ডেলে জিৎ লিখলেন, ‘সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-১৯ পজিটিভ। আমি বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছি এবং আমার স্বাস্থ্য পরামর্শদাতার পরামর্শ অনুসরণ করছি। বিগত গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে আন্তরিক অনুরোধ পরীক্ষা করিয়ে নিন এবং নিজের খেয়াল রাখুন। শীঘ্রই আবার দেখা হচ্ছে।’

 

পয়লা  বৈশাখে প্রকাশ্যে এসেছিল জিৎ-মিমি অভিনীত আসন্ন ছবি ‘বাজি’র প্রথম গান। ‘আয় না কাছে রে’। নাচে-গানে ভরপুর ভিডিয়োতে লাইক-শেয়ারের বন্যা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কথা ছিল গত বছর ইদে মুক্তি পাবে ‘বাজি’। তবে তা হয়নি। করোনার জেরে ছবি মুক্তি পিছিয়ে যায়। গত বছর নভেম্বরে ছবির টিজার মুক্তি পেয়েছিল এবং তারপর অবশেষে প্রকাশ্যে আসে ছবির প্রথম গান। ‘বাজি’ পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এই ছবির মাধ্যমে প্রথমবার অন স্ক্রিনে আসতে চলেচেন জিৎ-মিমি। এছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সব্যসাচী চক্রবর্তী ও দেবদূত ঘোষ। সবকিছু ঠিকঠাক থাকলে এ বচের মুক্তি পেতে পারে ছবি।

 

শুধু জিৎ নন। করনোয় আক্রান্ত হয়েছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, উপসর্গ দেখা দিয়েছে সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়েরও। ঋতব্রত করোনা আক্রান্তের খবরটি জানিয়ে ফেসবুকে লেখেন, “আজ আমার রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। আমি এখন বাড়িতেই কোয়ারেন্টাইন করছি। আমার বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সব নিয়ম মেনে আমি সুস্থ হয়ে উঠব, আমার একটি নিরাপদ বাড়ি আছে, আমার বাবা মা আছেন। কিন্তু তাঁদের কথা ভাবুন যাঁরা চিকিৎসা করার সময়টুকুও পাচ্ছেন না! কিন্তু ওদিকে আমাদের রাজনৈতিক প্রচার চলছে-চলবে, সে যত মানুষ মারা যাক না কেন! অসুখটা আসলে মাথায় এবং সেই অসুখ ছড়াচ্ছে! খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।”