5

Jeetu Kamal: কোথা থেকে একাকী পোস্ট করে নজর কাড়লেন অভিনেতা জিতু কামাল?

Gossip: খুব একটা রাখঢাক না করে তাঁকে বিশেষ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন নবনীতা। সোশ্যাল মিডিয়ায় সেই মর্মে দিয়েছেন এক পোষ্ট। যদিও জিতু কামাল এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ।

Jeetu Kamal: কোথা থেকে একাকী পোস্ট করে নজর কাড়লেন অভিনেতা জিতু কামাল?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 12:31 PM

জিতু কামাল, বেশ কয়েক মাস ধরেই খবরে শিরোনামে বারবার জায়গা করে নিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়া বরাবরই সক্রিয় এই অভিনেতা। অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কড়া নজর নেটিজ়েনদের। কে কার সঙ্গে কোথায় যাচ্ছে, কার সঙ্গে থাকছে, কার সঙ্গে ঘুরছে, সমস্ত আপডেটে রয়েছে লক্ষ্য স্থির। এমনই সময় নবনীতা দাসের সঙ্গে জড়িয়ে যায় স্নেহাল অধিকারীর নাম। খুব একটা রাখঢাক না করে তাঁকে বিশেষ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন নবনীতা। সোশ্যাল মিডিয়ায় সেই মর্মে দিয়েছেন এক পোষ্ট। যদিও জিতু কামাল এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ।

এই মুহূর্তে তাঁদের জীবনে একে অন্যের সঙ্গে জড়িয়ে নয়, তাঁরা ব্যক্তিগতভাবে নিজের জীবনে সিদ্ধান্ত নিতে পারেন। এমনই ইঙ্গিত করে জিতু জানিয়েছিলেন এটা ওর বিষয়। অন্যদিকে জিতু কামালের জীবনেও যে কোনও সম্পর্কের জল্পনা দেখা যায়নি এমনটা নয়। গত কয়েক মাসে বেশ কয়েক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে যায় তাঁর। যদিও সবটাই ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জিতু এখন ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। একের পর এক খবর এখন জিতুকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছেন এইট দুনিয়ায়। কখনও একাকি পোস্ট, কখনও আবার ছোট্ট ট্রিপে অবসর সময় কাটানো, মন ভাল রাখার এমনই উপায় বোধহয় খুঁজে বার করেছেন জিতু। এবার জঙ্গল থেকে শেয়ার করা তাঁর এক পোস্ট দেখে ভক্তদের অনুমান, নিজেকে রিফ্রেশ করতেই জিতু বারবার ফিরে যাচ্ছেন প্রকৃতির টানে। জিতু কামাল বরাবরই ঘুরতে বেশ পছন্দ করেন। জমকালো নয়, নিরিবিলিতে শান্ত জায়গা যেখানে বেশ কিছুটা সময় একা কাটিয়ে নেওয়া যায়, এমনই স্থানে তাঁকে অধিকাংশ সময় দেখা গিয়েছে পৌঁছে যেতে। এবারও তেমন একটি পোস্ট ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by jeetu🇮🇳(J.K) (@jeetu_kamal)