Jeetu-Srabanti: রটেছিল প্রেমের গুঞ্জন, এবার শ্রাবন্তীকে নিয়ে কেন আফসোস জিতুর?

Jeetu-Srabanti: জিতু কামালের বিচ্ছেদের পরেই রটেছিল তিনি আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাকি প্রেম করছেন। শ্রাবন্তী ও জিতু দু'জনে ই গোটা বিষয়টি পরিষ্কার করে দিলেও তাঁদের নিয়ে গুঞ্জন থামেনি। এবার সামনে এল সব সত্যি! গতকাল অর্থাৎ বুধবার ছিল ভাইফোঁটা।

Jeetu-Srabanti: রটেছিল প্রেমের গুঞ্জন, এবার শ্রাবন্তীকে নিয়ে কেন আফসোস জিতুর?
শ্রাবন্তী-জিতু
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 6:03 PM

জিতু কামালের বিচ্ছেদের পরেই রটেছিল তিনি আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাকি প্রেম করছেন। শ্রাবন্তী ও জিতু দু’জনে ই গোটা বিষয়টি পরিষ্কার করে দিলেও তাঁদের নিয়ে গুঞ্জন থামেনি। এবার সামনে এল সব সত্যি! গতকাল অর্থাৎ বুধবার ছিল ভাইফোঁটা। রক্তের সম্পর্ক নয়, কিন্তু আত্মার সম্পর্ক এমন ভাইদের ফোঁটা দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তা দেখে আফসোস জিতুর। শ্রাবন্তীর উদ্দেশে লিখলেন, “যাহ, আমি মিস করে গেলাম”। সঙ্গে এক মন খারাপের ইমোজি। পাল্টা শ্রাবন্তী লিখলেন, “পরের বার”। না প্রেম নয়, বরং দু’জনের মধ্যে রয়েছে ভাই-বোনের সম্পর্ক, এই বার্তাই দিলেন তাঁরা।

একসঙ্গে দু’দুটি ছবি করছেন জিতু ও শ্রাবন্তী। শুটিং উপলক্ষে দু’জনে বছরের মাঝামাঝি একটা লম্বা সময় গিয়েছিলেন লন্ডনেও। আর তাতেই যেন তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরাল হয়। অনেকেই মনে করেন, প্রেম করছেন ওঁরা। সে সময় জিতুর স্ত্রী নবনীতাও জানিয়েছিলে, এমন রটনা আদপে সত্যি নয়। মোটেও শ্রাবন্তী ও জিতুর মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তাঁরা সহ অভিনেতা, আর এটাই তাঁদের পরিচয়।

এর পর বহু মাস কেটেছে। এই মুহূর্তে ‘মানুষ’ নিয়ে বেজায় ব্যস্ত জিতু কামাল। ওদিকে শ্রাবন্তীর আসন্ন বড় কাজ ‘দেবী চৌধুরানী’। যার পোস্টার ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। কাজ নিয়ে কাটছে ব্যস্ততা, এরই মধ্যে এই ভাইফোঁটার আবদার। পরের বছর শ্রাবন্তীর সাতমহলা আবাসনে জিতু ফোঁটা নিতে আসেন কিনা, এখন সেটাই দেখার।