যিশু সেনগুপ্তর ২০ বেডের সেফ হোমের একসপ্তাহ; এখনও পর্যন্ত ভর্তি ২৪জন করোনা রোগী

amartya mukhopadhaya

amartya mukhopadhaya |

Updated on: May 26, 2021 | 5:07 PM

"রোগীদের মধ্যে দু'জনকে আমরা সুস্থ করে বাড়ি ফেরাতে পেরেছি। পাঁচজনকে অন্য হাসপাতালে পাঠিয়েছি। এই মুহূর্তে ১৭জন করোনা আক্রান্ত রোগী আমাদের সেফ হোমে রয়েছেন। ডাক্তাররা ২৪ ঘণ্টা তাঁদের দেখভাল করছেন।"

যিশু সেনগুপ্তর ২০ বেডের সেফ হোমের একসপ্তাহ; এখনও পর্যন্ত ভর্তি ২৪জন করোনা রোগী
যিশু সেনগুপ্ত।

Follow us on

ভারতীয় সিনেমায় তিনি প্রতিষ্ঠিত। বাংলা, দক্ষিণী, হিন্দি ভাষার বহু ছবিতে দাপিয়ে অভিনয় করছেন। তিনি যিশু সেনগুপ্ত। সম্প্রতি ব্যস্ত অন্য একটি কাজে। মন বসিয়েছেন দক্ষিণ কলকাতার ৮৭ নম্বর ওয়ার্ডে। ‘বাণীচক্র’-এর বাড়িতে। যেখানে অন্যান্য সময় শেখানো হয় গান, নাচ, ছবি আঁকা। সেই বাড়িটিতেই যিশু স্থাপন করেছেন করোনা রোগীদের জন্য একটি সেফ হোম। গত সপ্তাহে উদ্বোধন হয়েছে হোমটির। সেই কাজে তিনি পাশে পেয়েছেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, সঙ্গীত ও চলচ্চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেত্রী দেবলীনা কুমারকে। দেবাশিস কুমারের সহযোগিতা ছাড়া এই কাজ সম্পূর্ণ করতে পারতেন না, সে কথা আগেই TV9 বাংলাকে জানিয়েছেন যিশু।

আরও পড়ুন : ‘সব বৃষ্টি রোমান্টিক হয় না…ভাল থাকুক উপকূলের ধারের মানুষরা’, লিখলেন মেদিনী-কন্যা তুহিনা

এখন দিনরাত সেফ হোমেই পড়ে আছেন যিশু। নিজেই তদারকি করছেন সব কাজ। কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেখছেন সবটাই। এক সপ্তাহে কতখানি কাজ হয়েছে ২০টি বেডের সেফ হোমে? সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন যিশু। বলেছেন, “এক সপ্তাহ পূর্ণ করল আমাদের সেফ হোম। এখনও পর্যন্ত ২৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। দু’জনকে আমরা সুস্থ করে বাড়ি ফেরাতে পেরেছি। পাঁচজনকে অন্য হাসপাতালে পাঠিয়েছি। এই মুহূর্তে ১৭জন করোনা আক্রান্ত রোগী আমাদের সেফ হোমে রয়েছেন। ডাক্তাররা ২৪ ঘণ্টা তাঁদের দেখভাল করছেন।”

করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন সারাদেশের বহু সেলেব। কোথাও জোগাড় করে দিচ্ছেন অক্সিজেন কনসেনট্রেটর, হাসপাতালের বেড। পৌঁছে দিচ্ছেন ওষুধ, খাবার। তৈরি করছেন ত্রাণ তহবিল। প্রত্যক্ষ-পরোক্ষভাবে পাশে থেকেছেন দুর্গত মানুষের। পর্দা ও গ্ল্যামারের চাকচিক্য ছেড়ে মিশে গিয়েছেন জনসাধারণের সঙ্গে।

Latest News Updates

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla