AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jisshu Sengupta: টলিউডে নাকি কাজ করতে চান না যিশু? প্রশ্ন শুনেই সপাট জবাব অভিনেতার

Tollywood Inside: এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে ষিশু সেনগুপ্ত আরও বলেন, যাঁরা এমন খবর ছড়াচ্ছে, তাঁরা নিজেরাই যিশুর সঙ্গে কাজ করতে চান না।

Jisshu Sengupta: টলিউডে নাকি কাজ করতে চান না যিশু? প্রশ্ন শুনেই সপাট জবাব অভিনেতার
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 1:31 PM
Share

আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দশম অবতার। পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগেই ছবির সকল স্টারকাস্টদের সঙ্গে পরিচয় করিয়েদিলেন পরিচালক। সেখানেই অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসানদের পাশে দেখা মিলল যিশু সেনগুপ্তের। বর্তমানে দক্ষিণ থেকে শুরু করে বলিউড, একের পর এক বড় ছবির প্রজেক্ট তাঁর জুলিতে। এমনই সময় টলিপাড়ায় রটল নয়া খবর। যিশু সেনগুপ্ত নাকি কলকাতায় কাজই করতে চান না। সম্প্রতি এক রেডিও চ্যানেলে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় যিশু সেনগুপ্তকে। এই প্রশ্ন শোনা মাত্রই তিনি দশম অবতার-এর প্রসঙ্গ টেনে জানান, তিনি তো ছবি করছেন। তাঁর কথায়, ছবির প্রস্তাব পেলেই তিনি করবেন। যে টাকা দেবে, যে ভাল চরিত্রের প্রস্তাব দেবে, তিনি সেখানেই কাজ করবেন।

এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে ষিশু সেনগুপ্ত আরও বলেন, যাঁরা এমন খবর ছড়াচ্ছে, তাঁরা নিজেরাই যিশুর সঙ্গে কাজ করতে চান না। সেই জন্যই যিশু সেনগুপ্তর নামে এমনটা বলছেন। যাঁদের কাজ করার, তাঁরা ঠিকই কাজ করছেন। তিনি কখনই এমন কিছু জানাননি, তিনি কোনও বিশেষ ক্ষেত্রে কাজ করতে চান না। তিনি ভারতীয় ছবির অভিনেতা। তিনি নিজেকে সেইভাবেই তৈরি করেছেন। যে কোনও ক্ষেত্রে কাজ করতে তাঁর তেমন কোনও সমস্যা নেই।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, তিনি চান ভাল ভাল চরিত্রে কাজ করতে, সামনেই তাঁর দক্ষিণের দুই বড় ছবির কাজ বলেও জানান তিনি। এদিন মেয়ে সারার প্রসঙ্গেও মুখ খোলেন যিশু। জানান, তিনি নাকি কোনওভাবেই নিজের যোগাযোগ মেয়ের কেরিয়ারর জন্য ব্যবহার করবেন না। সারা নিজের চেষ্টায় দাঁড়াক, সেটাই চান এখন যিশু।