AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০১৯-এর বিশেষ এই দিনগুলো কি মিস করছেন কোয়েল?

Koel Mallick: বেড়াতে যেতে খুব ভালবাসেন কোয়েল। করোনা পরিস্থিতির পর আর বেড়াতে যাওয়া সম্ভব হয়নি নায়িকার।

২০১৯-এর বিশেষ এই দিনগুলো কি মিস করছেন কোয়েল?
কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 7:03 PM
Share

দৈনন্দিনের ব্যস্ততা থেকে একমুঠো অক্সিজেন জোগাড় করে নেওয়ার তাগিদে যে যে কাজগুলো আমরা করি, তার মধ্যে প্রথম দিকেই থাকবে বেড়ানো। বেড়াতে যেতে সকলেই ভালবাসেন। সামর্থ্য অনুযায়ী কখনও ঘরের কাছেই দিন দুয়েকের ভ্রমণ। কখনও বা বিদেশ ট্যুর। আর বেড়াতে না যেতে পারলেও মন খারাপ ঘিরে ধরে।

ব্যতিক্রম নন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকও। বেড়াতে যেতে খুব ভালবাসেন কোয়েল। করোনা পরিস্থিতির পর আর বেড়াতে যাওয়া সম্ভব হয়নি নায়িকার। তাই কখনও পুরনো বেড়ানোর ছবি, কখনও বা ভিডিয়ো সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন তিনি।

২০১৯-এ ইউরোপ ট্রিপ করেছিলেন কোয়েল। বেশ কিছুদিনের জন্য দৈনন্দিন কাজের থেকে বিশ্রাম, ছুটি। বরফের উপর দিয়ে একা হেঁটে যাওয়ার মুহর্ত, ট্রেন সফরের আনন্দের স্মৃতি তিনি ভাগ করে নিয়েছেন। কোয়েলের জীবনে এখন প্রায়োরিটি তাঁর সন্তান কবীর। ছেলেকে সামলে করোনা পরিস্থিতির মধ্যে কবে ফের বেড়াতে যাওয়া সম্ভব হবে, তা জানেন না। তাই এখন স্মৃতিই তাঁর সঙ্গী। ২০১৯-এর বেড়াতে যাওয়ার বিশেষ সেই দিনগুলো হয়তো মিস করছেন কোয়েল।

View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel)

নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা ‘কোয়েল কথা’ হ্যাশট্যাগ দিয়ে বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কোয়েল। মল্লিক বাড়ির দুর্গাপুজো অত্যন্ত বিখ্যাত। শহর কলকাতা তো বটেই, বিদেশ থেকেও অতিথিরা এই পুজো দেখতে আসেন। সে পুজোর স্মৃতিচারণে দিন কয়েক আগে কোয়েল বলেন, ‘পুজো বলতেই মনে পড়ে ভোগ বিতরণ। ছোড়দি আমাকে ফ্রকের উপর শাড়ি পরিয়ে দিত। ছোড়দিকে আমি লিপস্টিক পরিয়ে দিতাম। মা আমাকে লিপস্টিক পরতে দিত না। গিন্নি বান্নি হয়ে সেজে পুজো দেখতাম আমরা। বয়স্করা নামতে পারতেন না। আমারা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম। অনেক ঘর, অনেক সিঁড়ি আমাদের বাড়িতে।”

আসলে সোশ্যাল মিডিয়া এখন অনুরাগীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই সে সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। কবীর এখন কোয়েলের জীবনে প্রায়োরিটি। ছেলেকে সামলে অনেক বেছে বেছে ছবি করছেন নায়িকা। আসলে মাতৃত্বের পর মেয়েদের জীবন অনেকটাই বদলে যায়, এ কথা ঠিক। কিন্তু নিজের আইডেনটিটি খুঁজে পাওয়ার জন্য চেনা রুটিনেই নতুন মায়েদের ফিরতে হবে। নিজের কাজের মাধ্যমে যেন সে বার্তাই দিচ্ছেন কোয়েল। তার মধ্যেও খুঁজে নিতে চান বেড়ানোর ঠিকানা।

গত এপ্রিলে মুক্তি পেয়েছিল কোয়েল অভিনীত ‘ফ্লাইওভার’। সেটিই নায়িকার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। বেশ কিছু ছবি হাতে রয়েছে তাঁর। তার মধ্যে কয়েকটির কাজ শেষ। কয়েকটির শুটিং শুরু হবে। করোনার চোখ রাঙানির মধ্যেই বেশ কিছু ছবির শুটিং শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোয়েল কাজ শুরু করেননি বলেই খবর। আপাতত বাড়িতে ছেলে কবীরকে নিয়ে সময় কাটছে অভিনেত্রীর।

আরও পড়ুন, শহরকে লেখা চিঠি ‘ডাকবাক্সে কলকাতা’, শরিক আপনিও

আরও পড়ুন, লাদাখে বেড়াতে গেলেন সারা আলি খান, সঙ্গী এক গার্লফ্রেন্ড!