বেড়াতে ভালবাসেন সারা আলি খান। এই মুহূর্তে লাদাখ ভ্রমণে ব্যস্ত তিনি। কিন্তু এই ট্রিপে তাঁর সঙ্গী কে?
না! সঙ্গীকে লুকিয়ে রাখেননি সারা। সোশ্যাল ওয়ালে ভ্রমণসঙ্গীর সঙ্গে ছবি শেয়ার করেছেন নায়িকা। সারার সঙ্গী তাঁর এক গার্লফ্রেন্ড!
এই ট্রিপে সারার সঙ্গী রাধিকা মদন। লাদাখের প্রান্তরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন এই দুই তরুণী।
ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর ‘ফিলস্ লাইক ইশক’-এ শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল রাধিকাকে।
অন্যদিকে সারার শেষ কাজ বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’।
দুই নায়িকা নাকি বন্ধু হতে পারে না, সেই প্রচলিত ধারণা একেবারে ভেঙে দিয়েছেন সারা-রাধিকা জুটি।
লাদাখে যাওয়ার উদ্দেশ্য নিছকই বেড়ানো নাকি শুটিং, তা অবশ্য স্পষ্ট করেননি কেউই।